নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সেনাবাহিনী আবারও শীর্ষে

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৭





স্বাধীনতা যুদ্ধের পরে ১৯৭১ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি সেনা ও মুক্তিবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমানে এই বাহিনীর সামর্থ্য প্রায় তিন লক্ষ সদস্য। অবশ্য এই বাহিনী বর্তমানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কৌশলগত পরিকল্পনা কার্যপ্রণালী, প্রশিক্ষণ ব্যবস্থাপনা পদ্ধতি এবং নন-কমিশন্ড অফিসার প্রশিক্ষণ পদ্ধতি গ্রহণ করেছে। এটি গোলন্দাজ, সাঁজোয়া ও পদাতিক ইউনিট দ্বারা সজ্জিত। অধিকন্তু এই বাহিনী, শান্তি-রক্ষী বাহিনী হিসাবে তার সামর্থ্য উন্নত করতে উৎসাহী এবং সেই লক্ষে মার্কিন বাহিনীর সাথে একযোগে কাজ করছে। পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশই এখন বিশ্বশান্তি রক্ষায় সবচেয়ে বেশি সেনা সরবরাহকারী রাষ্ট্র। বর্তমানে বিশ্বজুড়ে জাতিসংঘ পরিচালিত ১৫টি শান্তিরক্ষা মিশনের ৮টিতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮,৮৭৮ জন সদস্য সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এদের মধ্যে ৬৯৭৯ জন সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং ১,৮৯৯ জন পুলিশ। চলতি বছরে প্রথম দুই মাসে জাতিসংঘ প্রকাশিত রিপোর্ট থেকে এসব তথ্য জানা গেছে। ২০১০ সালে দশ সহস্রাধিক সেনা পাঠিয়ে বাংলাদশ প্রথমবারের মতো এই তালিকার শীর্ষে উঠে। বিভিন্ন সময়ে প্রকাশিত জাতিসংঘের বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ব্যাপক প্রসংশা করা হয়েছে। যার ফল আজকের এই শীর্ষ অবস্থান। বর্তমানে আফ্রিকার কঙ্গোতে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সবচেয়ে বেশি সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন। সেনা, পুলিশ এবং নারী পুলিশের ২৯৪৪ জনের একটি বিশাল টিম কাজ করছেন এখানে। কঙ্গোতে বহুজাতিক একটি শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্বও দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। দ্বিতীয় অবস্থানে আছে আইভরি কোস্ট। এখানে ২,৫৪১ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা দায়িত্বে আছেন এমন দেশগুলোর মধ্যে আরও আছে লাইবেরিয়া, দারফুর, হাইতি, লেবানন, দক্ষিণ সুদান, এবং পশ্চিম সাহারা।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.