![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক কাজে অংশগ্রহণ এই মাপকাঠিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘লিঙ্গ বৈষম্য সূচকে’ ধারাবাহিক অগ্রগতি ধরে রেখেছে বাংলাদেশ সরকার। বিশ্বের ১৪২ দেশে নারীদের অবস্থান নিয়ে করা এ সূচকে বাংলাদেশের অবস্থান এবার ৬৮তম। গত বছর ১৩৬ দেশের মধ্যে ৭৫ নম্বরে ছিল বাংলাদেশ। সূচকে দক্ষিণ এশিয়ায় সব চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ‘বিশ্ব লিঙ্গ বৈষম্য প্রতিবেদন ২০১৪’ প্রতিবেদনে বিশ্বে ১১১ দেশের গত নয় বছরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতায় সামান্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্তকরনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতির পাশাপাশি স্কোরেও অগ্রগতি হয়েছে। পৃথকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ১২৭তম, স্কোর শূন্য দশমিক ৪৭৭। শিক্ষায় অংশগ্রহণে ১১১তম, স্কোর শূন্য দশমিক ৯৪০; স্বাস্থ্যে ১২২ তম, স্কোর শূন্য দশমিক ৯৬৬ এবং রাজনৈতিক ক্ষমতায়নে অবস্থান ১০ম, স্কোর শূন্য দশমিক ৪০৬। শিক্ষায় নারীর অংশগ্রহণ গত বছর ১৩৬টি দেশের মধ্যে ১১৫তম অবস্থানে থাকলেও এবার তা এগিয়ে ১১১তম অবস্থানে এসেছে বাংলাদেশ। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে রয়েছে প্রথম অবস্থানে। আর তৃতীয় ধাপের শিক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে রয়েছে ১১৮তম অবস্থানে। আর স্বাস্থ্য সেবার দিক দিয়েও গত বছরের তুলনায় সূচকে অবস্থান দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। স্কোরের দিক থেকেও হয়েছে অগ্রগতি। ২০১১ সালে ১৩৫ দেশের মধ্যে ৬৯তম, ২০১২ সালে ১৩৫ দেশের মধ্যে ৮৬তম, ২০১৩ সালে ১৩৬ দেশের মধ্যে ৭৫তম অবস্থানে ছিল বাংলাদেশ। ২০১৪ সালে ১৪২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবার ৬৮তম। বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর থেকেই দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্তকরনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতির পাশাপাশি স্কোরেও অগ্রগতিতে বাংলাদেশ সরকার সত্যি প্রশংসার দাবীদার।
©somewhere in net ltd.