![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
চলতি মৌসুমে ৩২ টাকা কেজি দরে তিন লাখ টন আমন ধানের চাল কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে ২৮ ফেব্রয়ারি পর্যন্ত আমন চাল সংগ্রহ করা হবে। এবার প্রতি কেজি আমন ধানের উৎপাদন ব্যয় পড়েছে ১৮ টাকা এবং চালের উৎপাদন খরচ ২৮ টাকা। কৃষকের স্বার্থ ও সার্বিক অবস্থা বিবেচনা করে আমনের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। চালের এই দাম গত আমন মৌসুমের সংগ্রহমূল্য থেকে দুই টাকা বেশি। এই সংগ্রহ কর্মসূচির আওতায় এবার কেবল চাল কেনা হবে। গত বছরের একই সময়ের তুলনায় এখন পর্যন্ত ৩ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুদ রয়েছে। বর্তমানে দেশে চালের বাজার স্থিতিশীল রয়েছে। শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল রপ্তানির চূড়ান্ত অনুমতি দিয়েছে সরকার। বাংলাদেশ প্রতি বছর স্বল্প পরিমাণে সুগন্ধি চাল রপ্তানি করলেও সরকারিভাবে বড় পরিসরে সিদ্ধ চাল রপ্তানি এই প্রথম। ৩২ টাকা কেজি দরে চাল কেনার সরকারের এমন সিদ্ধান্তে ধান উৎপাদনকারী কৃষকদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। এবার তারা ন্যায্য দাম পাবে বলে আশা করছে।
©somewhere in net ltd.