![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বর্তমান সরকারের ডিজিটাল প্রযুক্তি ফলেই মোবাইল ফোনের মাধ্যম ব্যাংকিং সেবা দিয়ে বাংলাদেশ ‘দৃষ্টান্ত’ স্থাপন করেছে। বিশ্বে ধনীরাই কেবল ডিজিটাল ব্যাংকিং সুবিধা পাচ্ছেন। তারা মোটা অর্থের ঋণ, ইন্স্যুরেন্সের সুবিধাসহ অন্য সব সেবা নিচ্ছেন। অপরদিকে গরীবেরা ব্যাংকিং সেবা থেকে অনেক দূরে। এমন পরিস্থিতিতে সরকার আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে বিশেষ করে মোবাইল ফোন বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখছে। এসব উদ্যোগ প্রশংসার, “বিকাশের কার্যক্রম শুরুর পর এখন বাংলাদেশের এক কোটি ৩০ লাখ মানুষ অর্থ স্থানান্তর, কেনাকাটা করে বিল পরিশোধের মতো আর্থিক সেবা গ্রহণ”। ২০১০ সালে মোবাইল ব্যাংকিং শুরুর পর থেকে এখন এ সেবা গ্রহীতার সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে। ১৯টি ব্যাংক এ সেবা চালু করেছে। “বিশ্বে ধনীরাই কেবল ব্যাংকিং সুবিধা পাচ্ছেন, তারা মোটা অর্থের ঋণ, ইন্স্যুরেন্সের সুবিধাসহ অন্য সব সেবা নিচ্ছেন, অপরদিকে গরীবেরা ব্যাংকিং সেবা থেকে অনেক দূরে’’ এ বৈষম্য দূর করার লক্ষ্যে সরকার বদ্ধপরিকর। সকল জনগণের কাছে তথ্যপ্রযুক্তি সেবা পৌঁছে দিতে সরকার বহুমুখী ডিজিটাল পরিকল্পনা হাতে নিয়েছে। সবগুলোই এখন বাস্তবায়নের পথে। আর এ সকল ডিজিটাল প্রযুক্তির ফলে দেশ এগিয়ে যাবে উন্নয়নের উচ্চ শিখরে। এ আশা দেশের প্রতিটি নাগরিকের।
©somewhere in net ltd.