![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
আগামী ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ১০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে সংস্থান করা হবে। সরকার দেশের মানুষের চাহিদা পূরণ করে উন্নত জীবন দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের চাহিদা পূরণ করে উন্নত জীবন দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ উৎপাদন এবং তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধ পরিকর সরকার। দেশে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি আঞ্চলিক এবং উপ আঞ্চলিক সহায়তার ক্ষেত্রগুলো সম্প্রসারণ করা হচ্ছে। নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য এবং ওই দুই দেশের বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের বিষয়ে আলোচনা চলছে। সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট লক্ষ্যমাত্রা ধরে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এর মধ্যে নবায়নযোগ্য শক্তি হতে আসবে ১০ শতাংশ বিদ্যুৎ। গ্রামের মানুষের কাছে বিদ্যুৎ এখন মৌলিক চাহিদার মতো হয়ে গেছে। বিগত ২০০৯ সালের পর দেশে বিদ্যুতের চাহিদা ব্যাপক হারে বাড়তে শুরু করেছে। কিন্তু এখনও ৩৮ ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছায়নি। নবায়নযোগ্য বিদ্যুৎ পরিবেশ দূষণ রোধে অবদান রাখতে পারে কার্বনভিত্তিক শক্তি ব্যবস্থার রূপান্তর করে একুশ শতকের জন্য একটি স্মার্ট, পরিষ্কার ও কার্যকর শক্তি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
©somewhere in net ltd.