![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনারকাজ শুরু করেছে সরকার। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই পরিবাহী লাইন টানার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চলতি বছরের ডিসেম্বর থেকেই শুরু হবে লাইন টানার কাজ। ত্রিপুরার পালাটানা কেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার জন্য মোট ৫১ কিলোমিটার পরিবাহী লাইন নির্মাণ করা হবে। এর মধ্যে বাংলাদেশ অংশে ২৭ কিলোমিটার ও ভারতের অংশে ২৪ কিলোমিটার লাইন নির্মাণ করা হবে। ভারতের সূর্যমণিনগর থেকে কোনাবন হয়ে বাংলাদেশের দক্ষিণ কুমিল্লা পর্যন্ত যাবে এ লাইন। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২৫৫ কোটি টাকা। লাইন নির্মাণের টাকা বহন করবে নিজ নিজ দেশ। দেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৬২ শতাংশ মানুষ এই সুবিধার আওতায় আছেন। এর মধ্যে ৫৭ শতাংশ জাতীয় গ্রিড থেকে আর পাঁচ শতাংশ সৌর প্যানেলের বিদ্যুৎ পান। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩২১ কিলোওয়াটে। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতিহার বাস্তবায়ন ও সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা আগামী দিনে মানুষের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চাহিদা পুরনে সফলতার স্বর্ণদার উন্মোচন করবে।
©somewhere in net ltd.