![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
জাহাজ নির্মাণ শিল্পের দক্ষ জনবল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য মেরিন টেকনোলজি ইনস্টিটিউট সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। এর মাধ্যমে দেশে ও বিদেশে ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদা মেটানো সম্ভব হবে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকা। মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্পে দেশ ও বিদেশে ক্রমবর্ধমান জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এই প্রকল্পের প্রধান কার্যক্রম গুলো হচ্ছে, নির্মাণ ও সংস্কার কাজ, ফার্নিচার ক্রয়, প্রশিক্ষণ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও মালামাল ক্রয়, দুটি ডিপ্লোমা কোর্স এবং চারটি ট্রেড কোর্স চালুকরণ এবং প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ক্রমাগত জনসংখ্যা এবং বেকারত্ব বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা। এ প্রকল্পের মাধ্যমে উৎপাদনক্ষম ও কর্মমুখী জনশক্তি তৈরি করা হবে। যাতে তারা আয় করে দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে পারে। বাংলাদেশ একটি শ্রমিক উদ্বৃত্ত দেশ হলেও বিভিন্ন খাতে দক্ষ ও ম্যানেজারিয়াল পর্যায়ের জনশক্তির অভাব রয়েছে। চাহিদার তুলনায় প্রতিবছর স্বল্প সংখ্যক দক্ষ জনশক্তিকে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েটকরা সম্ভব হচ্ছে। শিল্প কারখানায় কর্মকর্তা ও শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। চাহিদা এবং যোগানের সঙ্গে সমন্বয় রেখে জনশক্তি তৈরি করছে সরকার। ফলে শিক্ষার্থীরা দেশে ও বিদেশে চাকরির সুযোগ পাচ্ছে এবং চাকরি প্রাপ্তির হার শতভাগ। বাংলাদেশের উদীয়মান জাহাজ নির্মাণ শিল্পের চাহিদা মেটাতে ইনস্টিটিউটটি দক্ষভাবে পরিচালনা করছে সরকার। দক্ষশক্তি তৈরির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রশিক্ষিত জনবল প্রায় সকলেরই দেশে ও বিদেশে কর্মসংস্থান হবে প্রত্যাশা আমাদের সকলের।
©somewhere in net ltd.