নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার ৪৩ বছর পর এবারেই ধানের ও চালের বাজার নিয়ে ব্যবসায়ী, কৃষক ও সাধারণ খেটে খাওয়া মানুষের মনে স্বস্তির নিঃশ্বাস

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩




লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ৮টি জেলায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পেয়ে খুশি। আবার শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষ ন্যায্য দামে চাল কিনতে পেরেও খুশি। বিদেশে চাল রপ্তানির সিদ্ধান্তের পরেও বাজারে চালের দাম স্থিতিশীল রয়েছে। রোপা আমন মৌসুমে প্রাকৃতিক বিপর্যয় খরা ও বন্যার পরও রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক প্রতিমণ নতুন মোটা ধান বাজারে বিক্রয় করছে সাড়ে ৭/৮ শত টাকায়। তৃণমূল পর্যায়ের কৃষক ধানের ন্যায্যমূল্য পেয়ে দারুণ খুশি। ধানের মৌসুমের শুরুতেই কৃষির ওপর নির্ভর কৃষক পরিবারগুলো ধানের দাম পেয়েছে। তাই উত্তরাঞ্চলের গ্রামে গ্রামে এবারে নবান্নের আনন্দ দ্বিগুণ বেড়ে গেছে। বাজারে চালের সরবরাহ বেশি থাকায় উন্নতমানের ভাল মোটা চাল ২৬ টাকা কেজিতে খুচরা দরে বিক্রি হচ্ছে। এতে করে শ্রমজীবী, দিনমজুর, নিম্নবিত্ত কৃষক ও স্বল্প আয়ের মানুষ কম দামে বাজার হতে তার পারিবারিক চাহিদা মতো চাল ক্রয় করতে পেরে দারুণ খুশি। এতেই বোঝা যায় দেশ অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হতে যাচ্ছে। সরকার দেশের মানুষের খাদ্য চাহিদা স্থিতিশীল রাখতে ও আপদকালীন মজুদ বাড়াতে প্রায় ৩ লাখ মেঃ টন মোটা চাল চলতি রোপা আমন মৌসুমে ক্রয় করবে। সরকারীভাবে মোটা চাল ক্রয়ে কেজি প্রতি দাম নির্ধারণ হয়েছে ৩২ টাকা দরে। সাধারণত বিগত দিনে দেখা গেছে সরকার চাল ক্রয়ের ঘোষণা দিলে চালের বাজারে প্রভাব পড়ে। সঙ্গে সঙ্গে চালের দাম বৃদ্ধি পায়। এবারে তার উল্টোটা হয়েছে। চালের বাজার দর স্থিতিশীল রয়েছে। স্বাধীনতার ৪৩ বছর পর এবারেই ধানের ও চালের বাজার নিয়ে ব্যবসায়ী, কৃষক ও সাধারণ খেটে খাওয়া দেশের মানুষ খুশি। চাষী ধানের প্রকৃত মূল্য পেয়ে খুশি। স্বল্প আয়ের তৃণমূল পর্যায়ের মানুষ বাজারে কমমূল্যে চাল কিনতে পেয়ে খুশি। সরকার দেশের মানুষের খাদ্য নিশ্চয়তা নিশ্চিত ও আপদকালীন খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখতে ৩২ টাকা কেজি দরে সরকারী খাদ্য অধিদফতরের মাধ্যমে প্রায় ৩ লাখ মেঃ টন মোটা চাল সারাদেশের বাজার হতে ক্রয় করে গোডাউনে মজুদ করে রাখবে। এ ছাড়াও এবারেই প্রথম সরকার শ্রীলংকায় ৫০ হাজার মেঃ টন চাল রপ্তানি করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এতে করে স্বাধীনতার ৪৩ বছর পর খাদ্য শস্য আমদানির দেশ হতে বেরিয়ে এসে খাদ্য শস্য রপ্তানির দেশে নাম লিখিয়েছে। বিগত বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশের নীরব দুর্ভিক্ষাবস্থা চলছিল। সেই তুলনায় বর্তমান সরকার আমলে দেশের শ্রমজীবী, দিনমজুর ও নিম্নবিত্তরা অনেক ভাল আছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.