![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
তিস্তার দুর্গম চরাঞ্চল। স্বাস্থ্যসেবা বলতে কিছুই ছিল না। এখন সময় বদলেছে। বেড়েছে চরাঞ্চলে সুযোগ-সুবিধা। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে স্বাস্থ্যসেবা। গ্রামের পাশাপাশি চরেও স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। লালমনিরহাটের পাঁচটি উপজেলায় ১৫৭ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায়। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পাল্টে গেছে চরের স্বাস্থ্যসেবার মান। কমিউনিটি ক্লিনিকগুলোতেই গর্ভবতী মায়েরা নিয়মিত স্বাস্থ্য পরিচর্যার সুবিধা পাচ্ছেন। এ সব ক্লিনিকে বিনা খরচে প্রশিক্ষিত ধাত্রী দিয়েই স্বাভাবিক সন্তান প্রসব করানো হচ্ছে। আর বর্তমান সরকারের এই স্বাস্থ্যসেবা এখন একটি মডেল। কমিউনিটি ক্লিনিকগুলো চরে স্বাস্থ্যসেবার ধারণা পাল্টে দিয়েছে। এখন এ সব ক্লিনিকের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম ও দুর্গম চরেও স্বাস্থ্যসেবার উন্নতি ঘটেছে। প্রতিদিন শত শত গর্ভবতী মা ও শিশু ক্লিনিকগুলো হতে বিনা পয়সায় স্বাস্থ্যসেবা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে গিয়ে দুর্গম চরের গর্ভবতীরা স্বাস্থ্য সম্পর্কে জানতে পারছে। জানতে পারছে পুষ্টি, গর্ভবতী মায়ের পরিচর্যা, সদ্য প্রসব করা শিশু পরিচর্যা সম্পর্কে। বর্তমানে শিশুমৃত্যুর হার চরাঞ্চলেও প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। ১৯৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রকল্প হিসেবে সরাসরি গ্রাম্য ও চরের নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে সম্পূর্ণ বিনা পয়সায় প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হয়। প্রতি সপ্তাহ ও মাসে কমিউনিটি ক্লিনিকগুলো পরিদর্শন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ডিএমসিএইচ এ্যান্ড আইও কর্মকর্তা, এমবিবিএস ও বিশেষজ্ঞ চিকিৎসক। তারা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের পাশাপাশি একটু জটিল রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এছাড়াও সরকার বিভিন্ন সময় রাষ্ট্রীয়ভাবে টিকাদান কর্মসূচীসহ সকল প্রকার স্বাস্থ্যগত প্রচার এ সব কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে করে থাকে। এভাবেই কমিউনিটি ক্লিনিকগুলো দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করা এবং অবদান রাখার পাশাপাশি হাজার হাজার নারী ও পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারের সাধারণ মানুষ ও নারীদের কথা মাথায় রেখে, তাদের দুঃসময়ে পাশে থাকতেই এই কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে তাদের দারগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।
©somewhere in net ltd.