নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেগুনী আগ্

মাছরাঙ্গা

আমার শরীরের গোপন সমুদ্র বাষ্পীভূত হয়ে মেঘ হচ্ছে, আমার ভেতরের সমস্ত ক্ষোভ একত্রিত হয়ে বজ্র হচ্ছে,আমার তীব্র ইচ্ছের শেষাংসটুকু এখনই ঝলকে উঠবে,বৃষ্টি নামবে।

মাছরাঙ্গা › বিস্তারিত পোস্টঃ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:০৪

স্মার্ট মহাপুরুষ হিসেবে বেশ জনপ্রিয় তিনি

তাকে নিয়ে সাজা হয়, ভাজা হয়

একদিন বাঁজা হয়

লীলা পুরুষোত্বম শ্রী কৃষ্ণের জন্মজয়ন্তী ।

বুড়ো বুড়ো মহামানবের দিনকাল শেষ

সন্যাস, বর্জনের ল্যাঠা চুকে গেছে

একটা জীবনে কিছু আনন্দ সম্ভোগ

সুখের চরমে পৌঁছাতে নিষ্পাপ কুমারী ।

আমরা পূজা করি কুমারীর

সত্য যুগ, ধর্ম যুগ শেষ করে কলি যুগে

আমরা পূজা করি কৃষ্ণের

অবতার মেনে মনে মনে তার যৌবন বীর্যতে

শুয়ে ফেলি, মেখে ফেলি নেংটিতে

সাদা চাদরে খুঁজে দেখি লাল লাল ছোপ

কুমারীর কাতরানো, ছেঁড়া খোড়া সতীচ্ছদ ।





বাজারে একদম দর নেই দ্রৌপদীর

দেবী হিসেবে তিনিও পূজ্য উপযোগী

অর্ঘ্য দেবার মত লোক একটাও নেই

একটা পুরুষ, একটা নারী অথবা একটা কুমারী ।

রাত্রির পোশাক খুলে নারী অথর্ব সঙ্গীতে

রাত দিন পার করে তবু

ফিতা ধরে থাকে

আর কামের চিতায় উঠে কৃষ্ণরা লীলায় মাতে ।

ঘোর কলিকালে এসেও দ্রৌপদীর পূজা জোটে না

ওম শান্তি কুমারী পূজা, ওম ওম কৃষ্ণলীলা ।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩১

কৌশিক আহমেদ বলেছেন: অদ্ভুত, অসম্ভব সুন্দর কবিতা। বিনে পয়সায় এত ভাল কবিতা উপহার দেয়ার জন্য হাজারো ধন্যবাদ।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:৫৯

মাছরাঙ্গা বলেছেন: অতি ফালতু টাইপের লেখা । নতুন করে দেখতে গিয়ে বমি পাচ্ছে ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:২২

যীশূ বলেছেন: সুন্দর, সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.