![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাদেশী আমি আমার দেশকে ভালোবাসি আমার হাতে জ্যোতি চিহ্ন আছে যেটা আমার পরিচয় বহন করে
আর্থার অ্যাশ নামে একজন লিজেন্ডারি টেনিস প্লেয়ার ছিলেন। এই ছেলেটির রক্তে একদিন এইডস নামক মরনব্যাধীর ভাইরাস হেইচআইভি পজিটিভ ধরা পরে। ইনফেক্টেড ব্লাড নেবার কারণে তাঁর শরীরে এই ভাইরাস প্রবেশ করে।
.
সারা পৃথিবী জুড়ে টেনিস প্রিয় লোকজন এবং ভক্তরা তাকে সমবেদনা ও ভালোবাসা জানিয়ে চিঠি পাঠায়। তন্মধ্যে একটি ছিলো প্রশ্ন। "কেন আল্লাহ তায়ালা তোমাকেই বেছে নিলেন এমন একটি খারাপ রোগের জন্য? হোয়াই?"
.
আর্থার অ্যাশ তাঁর সেই প্রিয় ভক্তকে জবাবে লিখেছিলেনঃ 'সারা পৃথিবী থেকে পাঁচ কোটি শিশু টেনিস খেলতে শুরু করে। তার মধ্য থেকে পঞ্চাশ লক্ষ খেলা শিখতে পারে। পাঁচ লক্ষ পারে পেশাদার খেলা শিখতে। ওর মধ্য থেকে পঞ্চাশ হাজার আসে সার্কিটে। পাঁচ হাজার পৌঁছায় গ্র্যান্ড স্লামে। পঞ্চাশ জন আসে উইম্বল্ডনে। চার জন সেমিফাইনালে। দুই জন মাত্র ফাইনালে আসতে পারে শেষ পর্যন্ত।
.
যখন আমি তার মধ্য থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন শিরোপা হাতে নিয়ে আল্লাহ'কে জিজ্ঞেস করিনি, "আমাকে কেন বেছে নিলেন এই চ্যাম্পিয়ন হবার জন্য এত মানুষের মধ্য থেকে? হোয়াই মি আল্লাহ?
.
আজ কষ্টের বেলায় কি আমার অধিকার আছে তাঁর কাছে জানতে চাওয়া, হোয়াই মি? আমি কেন আল্লাহ? কেন আমাকেই তোমার বেছে নিতে হল এই খারাপ রোগের জন্য? যখন আমায় কিছু দিয়েছিলেন তিনি তখনতো আমি তাঁকে প্রশ্ন করিনি, কেন দিলে আল্লাহ?'
.
তিনিই ভালো জানেন কেন আমাদের আনন্দ দেন আর কষ্টে দোলান। তিনি আমাদের বুদ্ধির অগম্য স্তরের বুদ্ধিমত্তা। সুতরাং হতাশা নয়। আর, "Future is very Unpredictable."
২| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
এখন মানুষ ভবিষ্যতকে অনুমান করতে জানে; আপনিও পারবেন
৩| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১ সেকেন্ডের নাই ভরসা...
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার পোস্টে দেখি কেউ নেই।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।