![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাউ কুল ও আপেল কুলের বাগান থেকে লাখ টাকা আয় করেছেন মো. আবু তালেব মিয়া। বাড়ি সংলগ্ন ৪০ শতাংশ জায়গায় বাগান করে ১৫০টি গাছ থেকে তিনি এ আয় করলেন। টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী গ্র্রামে তালেব মিয়ার বাড়ি। বাবা মৃত তাজু ফকির। ২০০৭ সালে স্থানীয় উপ সহকারি কৃষি কর্মকর্তা এম এম মোবারক আলীর পরামর্শে রাজশাহী থেকে ২০০ বাউ ও ১০০ আপেল কুলের চারা এনে লাগান। প্রথম বছর ২০ হাজার টাকা ব্যয় করে লাভ হয় ৫০ হাজার টাকা। ২য় ও ৩য় বছর ১৫ হাজার টাকা ব্যয় করে লাভ হয় এক লাখ টাকা। চতুর্থ বছর অর্ধেক গাছ কেটে ফেলেন। ১০০ বাউ ও ৫০টি আপেল কুলের জন্য খরচ হয় ১০ হাজার টাকা । বাড়ির সদস্য ও প্রতিবেশিদের খাওয়ানোর পরও লাভ হয়েছে এক লাখ টাকা।
তালেব মিয়া জানান, কুল বাগান খুবই লাভজনক। প্রথমে বাগান স্থাপন একটু কষ্টকর। এরপর পরিচর্যা ও সার প্রয়োগ খুবই সহজ। কাজগুলো নিজেই করা যায়। তবে পাখির আক্রমণ ঠেকাতে পুরো বাগানই জাল দিয়ে ঢেকে দিতে হয়েছে। ফল কেনার জন্য শহর থেকে পাইকাররা চলে আসে। প্রয়োজনে বাড়ির পাশে চিলাবাড়ি হাটেও বিক্রি করা যায়। দাম ভালো হওয়ায় লাভও ভালোই হয়।
©somewhere in net ltd.