![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগে রাখার দাবিতে আগামী ৭ ফেব্র“য়ারি শনিবার দুপুর ১১টা থেকে মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত সমগ্র টাঙ্গাইল জেলা ১০ মিনিটের জন্য স্তব্দ হয়ে যাবে। এসময় সরকারী, বেসরকারী অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, বাস ট্রাক, অটোরিক্সা, সিএনজি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করবে। টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটির বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে বক্তারা দাবি বাস্তাবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সাংসদ মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, সখীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত সিকদার, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার, আব্দুস সালাম চাকলাদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, অ্যাডভোকেট এস আকবর খান, অ্যাডভোকটে গোলাম মোস্তফা মিয়া, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি খন্দকার নাজিম উদ্দিন, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, দৈনিক প্রগতির আলো প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার সাদাৎ ইমরান, টাঙ্গাইল জেলা বাস কোচ ও মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি লুৎফর রহমান লালজু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফর আহমেদ।
এছাড়াও সভায় উপজেলা চেয়ারম্যানদের নেতৃত্বে উপজেলা কমিটি, গণস্বাক্ষর অভিযান আরো জোরদার, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ব্যানার ও প্রচারপত্র বিতরণ, পরবর্তীতে গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু ও মধুপুর-ধনবাড়ি পর্যন্ত জেলাবাসীর মানব প্রাচীর তৈরির মধ্যদিয়ে মহাসড়কে অবস্থান কর্মসুচি পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
মাসুদ রানা হৃদয় বলেছেন: আরে ভাই আমরা টাঙ্গাইলবাসী ঢাকার সাথে থাকতে চাই। কাউকে রাজা বানানোর জন্য এ আান্দোলন করিছ না। যদি কেউ তা মনে করেন তাহলে ভুল ভাবছেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
টাংগাইলকে দেশ ঘোষনা দিয়ে, কাদের সিদ্দিকীকে রাজা বানায়ে দেন; খুশী?