নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসুদ সিকদার

মাসুদ সিকদার

মাসুদ সিকদার › বিস্তারিত পোস্টঃ

স্বাক্ষর ও ব্যক্তিত্ব

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

২০ শে মে, ২০১৪ বিকাল ৪:২৯
স্বাক্ষর মানুষের ব্যাক্তিেত্বর প্রকাশ
মুখ হল মনের আয়না, চেহেরা দেখে মানুষের মনের অবস্থা অনুধাবন করা যাই । তেমনি মানুষের স্বাক্ষর
বাক্তির ব্যাক্তিেত্বর প্রাকাশক । ব্যাক্তির স্বাক্ষর সবার কাছে ব্যক্তির উপস্থাপন । আমরা দৈনন্দিন বিভিন্ন েক্ষত্রে বিভিন্ন স্বাক্ষর দিয়। যেমন চেক, চুক্তি, হিসাব খোলার ফর্ম ইত্যাদি । অনেকেই আবার অটোগ্রাফও দেন । মানুষের হাতের চাপের মতো স্বাক্ষরও অদ্বৈত । পৃথিবীতে একজন মানুষের স্বাক্ষরের সাথে আরেক জনেরভ স্বাক্ষর মিলবে না । মানুষ বস্তু থেকে অবস্ত কে বেসি ভালোবাসে । যেমন ব্যক্তি নিজের চাইতে নিজের নাম বা নিজের সু নামকে বেশি প্রাধান্য দেই । দেখা যাক মানুষের স্বাক্ষর বিশ্লেষণ করে কি পাওয়া যায়।
১ । স্বাক্ষরের আকার ঃ একটি বড় স্বাক্ষর উক্ত স্বাক্ষর দাতার উচ্চ মানসিকতার বহিঃ প্রকাশ । যদি কারো স্বাক্ষর তার স্বাভাবিক হাতের লেখার চাইতে অধিক বড় হয়, তাহলে উক্ত ব্যাক্তি উচ্চ ব্যাক্তিত্ত এবং অত্যাধিক আত্মবিশ্বাসী হয় । আবার যারদের স্বাক্ষর তাহার হাতের লেখার চাইতে কম বড় হয় বা মাঝারি আকারের হয় , তারা নিজের মুল্যবোধ সম্পকে অয়াকিপাল হয় এবং খুব ভদ্র হয় । আবার যাদের স্বাক্ষর ছোট বা স্বাভাবিক হাতের লেখার চাইতে ছোট হয় , তারা খুবই আত্ম প্রেরণার উজ্জীবিত থাকে, এ ধরণের ব্যাক্তিগুলো কারো সমালোচনাই কান দেন না, কিন্ত তাঁদের আত্ম বিশ্বাসের ঘাটতি থাকে ।
২ । i - Dot Signature : কারো কারো স্বাক্ষরে কোথাও না কোথাও আই এর উপরে ডট থাকে (i - Dot ) , গবেষণায় দেখা গেছে , যাদের স্বাক্ষরে i - Dot খুবই স্পষ্ট ও সুচারুপে প্রদান করে, তারা অন্যদের চাইতে ভিন্ন প্রকৃতির হয় নিজের উপরে যে কোন সময় অবিচল থাকতে পারেন এবং যে কোন পরিস্থি মোকাবেলা করতে পারেন, আবার অনাকেই i - Dot এর পরিবর্তে i - এর উপর ছোট করে রেখা দেন, যেমন (i) , তারা কিছুটা ধৈয্যহীন ও তারাহরা প্রকৃতির হয় । যাদের i - Dot বুঝা যায় না তারা কোন বিষয় বিস্তারিত জানতে চাই না , না দেখেই স্বাক্ষর দেন ।
৩ । ক্রমশ বড় বা ক্রামশ ছোট ঃ কতগুলো মানুষের স্বাক্ষর ক্রমশ ছোট থেকে বড় হতে থাকে তারা সব ক্ষেত্রে ইতি বাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে তারা খুবই আসাবাধি এবং উচ্চাকাঙ্কি হয় । তারা বিরূপ পরিস্থিগুলো সাহসিকতার সাথে মোকাবেলা করতে পারেন, আবার যাদের স্বাক্ষর ক্রমশ বড় থেকে ছোট হতে থাকে তারা জীবন সম্পর্কে খুব হতশাবাদি হয়, আবার যাদের স্বাক্ষর একটানা একই আকৃতির হয় বা যাদের স্বাক্ষর কথাও বড় বা ছোট হয় না তারা খুব পরিপাটি জীবন নির্বাহ করে
৪ । আন্ডার লাইন স্বাক্ষর ঃ অনেকেই স্বাক্ষর দিতে গিয়ে কোথাও না কোথাও আন্ডার লাইন দেন, হয়ত স্বাক্ষর এর শেষে বা শুরুতে বা মধ্য আন্ডার লাইন প্রদান করেন । যারা স্বাক্ষর এর নিচে সামান্য পরিমান আন্ডার লাইন দেন তারা আত্মবিশ্বাসী হন এবং প্রতিস্টােনর নিয়ম নীত গুলো অন্ধভাবে মেনে চলে, যারা যত অধিক সুচারু ভাবে ্স্বাক্ষর এর নিচে আন্ডার লাইন দেন তারা অধিক হারে মানুষের দৃষ্টি আকর্ষ করতে সক্ষম হন , তারা সব সময় মানুষের মধ্যমণি হয়ে থাকতে ভালবাসেন । আর যারা স্বাক্ষর এর নিচে আন্ডার লাইন স্বাক্ষরের শেষে ডান পাশে প্রদান করেন তারা আত্মবিস্বশি স্ব- নির্ভরশীল হন । যারা স্বাক্ষর এর আন্ডার লাইন স্বাক্ষর এর শুরতে বা বাম পাশে প্রদান করেন তারা সবসময় অনিশ্চয়তার ভগেন, আর যারা স্বাক্ষর এর নিচে আন্ডার লাইন আনেক লম্বা বা আঁকাবাঁকা ভাবে প্রদান করেন তারা পরনির্ভরশিল থাকতে ভালবাসেন ।
৫ । অনন্য ঃ যাদের স্বাক্ষর খুবই মসৃণ ও স্পষ্ট তারা ভদ্র ও অমায়িক হয় । যাদের স্বাক্ষর পড়া যায় না তারা ধয্যহিন হব । যদি কেউ স্বাক্ষরের প্রথম বর্ণ স্পষ্ট করে শুরু করেন তারা সৃষ্টিশীল হন । যদি কেউ তার নামের শেষ বা মাঝের অংশটি আগে শুরু করেন তারা নিজের সখ এর প্রথি মনযোগী হন । তারা কারো ভাল বন্ধু হতে পারানা। যারা স্বাক্ষরে তাদের নামের প্রথম ও শেষ অংশ গুলিয়েপেলেন তারা উচ্চ চরিত্রের অধিকারি হয়। বড় জনদের প্রতি শ্রদ্ধাশিল হন । যারা স্বাক্ষরের প্রথম বর্ণ স্পষ্ট ও ছোট হাতের বর্ণ দিয়ে শুরু করেন তারা পরোপকারী হন কিন্ত নিজের জন্য কিছুই করেন না ।
তাই একটা স্বাক্ষর ব্যাক্তির ব্যাক্তিত্ব ও চরিত্র নিয়ে অনেক লক্ষণ প্রকাশ করে । তাই স্বাক্ষর প্রদান করুণ যা অন্যকে প্রভাবিত করে ।
ইন্টারনেট থেকে অনূদিত
ম ০ টি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.