![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যানজটে সকারকে গালমন্দ করি আর উন্নয়ের উপাখ্যান রচনায় লিপ্ত থাকি। অসহনীয় যানজটের কারণ অবকাঠামো তথা সড়কের ভগ্নদশার সাথে যানবাহনের চালক এবং যাত্রীদের দায়ভার কম নয়। সাধারণত গাড়িচালকরা অশিক্ষিত অনভিজ্ঞ আর অনৈতিক হয়। অনৈতিক বলা হচ্ছে কারণ চালকেরা ভালমন্দ বাচবিচারে কাণ্ডজ্ঞানহীন হন। আমারা যারা চলকের পেছনে শিক্ষিত ভদ্রবেশী যাত্রী যানজটে বহুলাংশে দায়ী। যাত্রীরা চালকে বলতে পারিনা ভাই উল্টো পথে যাবেননা, উচ্চ হর্ণ দিয়েননা, ওভারটেক করবেনা। অথচ যাত্রীরাই গাড়ি উল্টো পথে যেতে প্রলুব্ধ করি। তীব্র যানজটে যাত্রীদের দায়বদ্ধতা অনেক।
©somewhere in net ltd.