![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেজবানী বা যেয়াফত নামে কুসংস্কৃতি ধীরে ধীরে গ্রাস করছে আমাদের চট্টগ্রামের মুসলিম সমাজকে। এলাকার কেউ মারা গেলে মানুষ অবধারিত ভাবেই মস্তিষ্কে নির্নয় করে ফেলেন যে ঐ বাড়িতে মেজবান দিবে। অবশ্যই, মানুষকে ভরাপেট খাওয়ানোর ইহলৌকিক এবং পরলৌকিক আনন্দ অসীম। কিন্তু অনেকেই উচ্চ হারে সুদের ঋণ নিয়ে মৃতব্যক্তির উদ্দ্যেশ্যে মেজবানী দিতে দেখা গেছে। কেউ কেউ অসুস্থ পিতা মাতার সুস্থতার কোন অর্থ খরচ করেনা কিন্তু মারা গেলে বিশাল গরু জবাই করে মেজবানীর আয়োজন করেন। আবার অনেকেই মৃত্যুর সংবাদ না দিলেও মেজবানী দাওয়াত খুবই গুরুত্বের সঙ্গে দেন। কারো মেজবানীর আয়োজন দাওয়াত দেওয়ার ডং দেখে প্রতীয়মান হয় যে, পিতা অথবা মাতার মৃত্যু তাঁর কাছে কতই না জরুরি ছিল।
©somewhere in net ltd.