![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুল লাইফে সকাল সকাল ঘুম থেকে উঠতে হতো। সকালে পড়তে বসতে হতো, টাইম মত স্কুল যাওয়া তারপর স্কুল থেকে আসা। টাইম মত খাওয়া। ছোট ছিলাম বড় দের কথা মত সব শোনতে হতো। বিকালে খেলা হতো। খেলতে না পারলে দিন টা বৃথা যেত। কোনো দিন স্কুলে যেতে ভালো না লাগলে বলতাম ”আল্লাহ্ বৃষ্টি দাও”। স্কুল টাইম টা ওভার হয়ে গেলে বলতাম ”আল্লাহ্ রৌদ দাও” কারণ খেলতে তো হবেই। সব ছিলো বাহানা। তখন অপেক্ষা ছিলো কখন স্কুল বন্ধ দিবে, কখন বছরের বিশেষ দিন গুলো আসবে আর স্কুল বন্ধ হবে। একটা টাইম টেবিল ছিলো শৈশবে। তখন রাত ১২ টার আগে পড়া শেষ করে ঘুমিয়ে পড়তে হতো। এখন সেই সময় টা আর নেই। এখন ঘুমানোর কোনো নির্দিষ্ট সময় নেই। যখন চোখে ঘুম আসে তখন ঘুমাতে যেতে হয়। দিন শেষে ঘুম থেকে উঠা হয়। কয়টা বেজেছে সেটা জানার কোনোই প্রয়োজন হয়না। বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে বা বছরের বিশেষ দিনের ছুটি হচ্ছে। তাতেও মাথা ব্যাথা নেই। সময় টা ফিরে পেতে চাইলেও কখনো পাবো না। এইভাবে ই চলবে দিন।
( নোটের জন্য উপযুক্ত কোনো শিরোনাম পাওয়া যায়নি। তাই নাম দেয়া হলো ‘ছোটকাল’ )
©somewhere in net ltd.