![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুতো কাটা ঘুড়ি আর বদলে যাওয়া মানুষ কিছুটা এক রকম।
নাটাই থেকে যে ঘুড়ি একবার সুতো ছিঁড়ে চলে যায় তা আর আগের মত থাকে না। হয়তো অনেক টা পথ ওই সুতো কাটা ঘুড়ির পেছনে দৌড়ে, কোনো বড় গাছের উঁচু ডালে উঠে সেটা পেড়ে আনা যায় বাট সেটা আর আগের মত থাকে না। কিছু ক্ষতি ততক্ষণে হয়ে যায়।
তেমনি একটা মানুষ যখন পাল্টে যায় বা বদলে যায় অথবা দূরে চলে যায় তখন, অনেক কান্না কাটি করে, হাতে পায়ে ধরে তাকে হয়তো ফিরানো যায় বা কিছু টা ঠিক করা যায়, বাট সে ওই সুতো কাটা ঘুড়ির মত কিছু ক্ষতি হয়েই যায়, যা আর চাইলেও পূরণ করা যায় না।
( sOmEhOw inSpirEd By HuMaYun Sir )
©somewhere in net ltd.