নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুক প্রোফাইলঃ https://www.facebook.com/masuk.noton\n\nফেসবুক পেইজঃ https://www.facebook.com/MasukAlamNoton.Official/\n\nটুইটারঃ https://twitter.com/MasukNoton\n\nআমাকে এই খানে ফলো করলে আমার সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।

মাসুক আলম নোটন

মাসুক আলম নোটন › বিস্তারিত পোস্টঃ

তুলনা করা আমার মনে হয় অনেকেই পছন্দ করে না।

১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫০



তুলনা করা আমি একেবারেই পছন্দ করি না, আমার মনে হয় অনেকেই পছন্দ করে না। কিন্তু দুঃখের বিষয় এই যে, এই অপছন্দের বিষয় টা কখনোই একটা মানুষের পিছু ছারে না। জীবনের প্রত্যেক ধাপে এটা তাকে শোনতে হয়, সহ্য করতে হয়। তবে এখানে বলে রাখা ভালো যে, মেয়েরা তুলনা করতে একটু বেশি পছন্দ করে, ( pErSonaL OpiNion ).

এই পিড়া টা স্কুল জীবন থেকে শুরু হয়, মা বলে দেখ ওই বাসার ছেলে টা কত ভালো, মায়ের সব কথা শোনে, সারা দিন পড়া লেখা নিয়ে পরে থাকে। সন্ধার আগেই বাসায় চলে আসে। তুই তো আমার একটা কথা ও শুনিস না, পড়া লেখার তো ধার ধারিই না, আর রাত ১১ টার আগে তো তোর চেহারাই দেখা যায় না। আর কত যে আছে তা বলে শেষ করা যাবে না।

কলেজ জীবনে শুরু হয় প্রেমিকার ঘেন ঘেন, তুলনার টপিক শোনলেও মানুষের মাথা গরম হয়ে যাবে। এমন সব বিষয় নিয়ে তুলনা করে। ধরুন বলবে, কাল দেখলাম আমার বন্ধবী মীমের বি,এফ প্রতি রাতে তাকে উইশ করে এবং গুড নাইট কিস দিয়ে তারপর ঘুমাতে যায়। আর তুমি জানি কেমন, একেবারেই রোমান্টিক না। আমার না কপালই খারাপ। এইটা জাস্ট একটা নমুনা।

তারপর শুরু বসের তুলনা, মানে জীবনে কোথাও শান্তি নাই। অপছন্দের জিনিসটাই ঘুরে ঘুরে আসে। আমার মনে হয় প্রত্যেক টা মানুষ তার নিজ নিজ জায়গায় খাঁটি এক এক টা হিরা, শুধু দরকার একজন আসল জহুরীর যে সত্যি পরখ করতে পারবে আর মূল্যায়ন ও করতে পারবে। আর সব চেয়ে বড় কথা সবাই এক না। বরং স্বকীয়তা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। বিচিত্রতা আছে বলেই পৃথিবী এতো সুন্দর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.