![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
লোকে বলে
ভালোবাসার রং না কি নীল ?
আকাশ নীলে ঝিলমিল।
লোকে তাই খোঁজে
আকাশে সমিল।
ব্যথা পেলে গভীর কোনো
নীল হয়ে যায়..
তাই বুঝি নীল রঙে
প্রেম খুঁজে পায়।
ভালোবাসার রঙ, হতে পারে লাল-
ট্রয় নগরী ধ্বংসের কোলে ঢলে পড়ে।
রক্তক্ষয়ী সংঘর্ষ হয় চিরকাল।
হৃদয়ে রক্তক্ষরণ, হতে পারে খুব-
যদি কেউ প্রেম-জলে দেয় ডুব।
সবুজের মাঝে প্রকাশিত,জীবনের গান-
উদ্দাম, উচ্ছাস,অনাবিল প্রাণ।
ভালোবাসা হয় খুব অবুঝ,অবুঝ !!
ভালোবাসার রঙ তাই সবুজ সবুজ।
ভালোবাসা শান্তির শাদা কবুতর..
ভালোবাসা শাদা তাই। শান্তির ঘর।
ভালোবাসা পেতে পারে রং হলদেটে-
বাসন্তী রঙের শাড়ি , চারুকলা গেটে।
হতে পারে বেগুনি আর আসমানী-
ভালোবাসা বহুরূপী সেই কথা মানি।
কমলার রং পেয়ে ভালোবাসা নাচে।
শত রঙে এই মনে ভালোবাসা বাঁচে।
ভালোবাসা হতে পারে নিঝঝুম কালো..
চোখের মণিও কালো..মনে দেয় আলো।
মনের মনিকোঠা চোখের মনিতে জাগে..
ভালোবাসার রঙ কালো রাগে , অনুরাগে।
ভালোবেসে অন্ধ হয়ে যায় লোকে..
অন্ধ মানুষ কিছু দেখে না তো চোখে।
আঁধার কালোতে ঢাকা তাহার ভুবন..
ভালোবাসা কালো তাই , বলা প্রয়োজন।
ভালোবাসা, ভালোবাসে বেহুদা প্রলাপ-
বোঝে তা বিরল সুরে কালিয়া গোলাপ।
সব রঙ মিলে মিশে কালো যদি হয়-
কালো এক আঁধার শুধু , কোনো রঙ নয়।
ভালোবাসা তাই এক অচেনা, রঙিণ ।
বিষ্ময়ে অভিভূত সোনালি হরিণ..
২| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২৯
কাদামাটি বলেছেন: ভালাবাসারে আমি আর ভালো পাই না....
তয় কবিতা ভালা হইছে....।
কবিতায় প্লাস.....আর গু কালার ভালবাসায় মাইনাচ
৩| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৩
যূথিকা বলেছেন: ভালোবাসা হয় খুব অবুঝ,অবুঝ !
.................................
শত রঙে এই মনে ভালোবাসা বাঁচে।
.................................
ভালোবাসা তাই এক অচেনা, রঙিণ ।
বিষ্ময়ে অভিভূত সোনালি হরিণ..
১০ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৭
আবদুল্লাহ-আল-মাসুম বলেছেন: ইস !!!!
৪| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৪
নিভৃত নয়ন বলেছেন: ভালবাসার খুব আকাল
১০ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫৯
আবদুল্লাহ-আল-মাসুম বলেছেন: রাত শেষ। আসবে সকাল।
৫| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০৫
শায়মা বলেছেন: লাল।
৬| ১০ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০৬
শায়মা বলেছেন: লাল।
৭| ১১ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:৩৪
আবদুল্লাহ-আল-মাসুম বলেছেন: যেহেতু বলেছো লাল..
বুঝেছি কী হাল !
সামলে চলো তাল।
৮| ১১ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫১
সেজুঁতি ইসলাম বলেছেন: ভালোবাসা বলে এখন কিছু নাই। যা আছে সেটা হল ভালো বাসা। যার ভাড়া ২০ থেকে ৩০ হাজার টাকা।
১২ ই নভেম্বর, ২০১০ রাত ২:৩৩
আবদুল্লাহ-আল-মাসুম বলেছেন: বটে !!!!
৯| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১:৫৬
হাম্বা বলেছেন: লালসালু আর পাকা ভায়ের সাথে ছড়ার পাল্লা দেন
আমরা উৎসাহ দেব
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২৭
কাদামাটি বলেছেন: গু কালার