![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল্লাহ-আল-মাসুমব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহীওয়ার্ল্ড টিভি লিমিটেড৩১ পুরারনা পল্টন।০১৭১৬ ০৮৯ ০৮৯.
বহুদিন কোনো কবিতা লিখি না।
মাঝে মাঝে কিছু শব্দের ঝিলমিলি দেখি
মাথার ভেতরে।
রঙিণ মাছের মতো খেলা করে আমাকে
মুহুর্তের জন্য দুলিয়ে দিয়ে যায়।
নির্মলেন্দু গুনের একাহারা এতিম কবিতার থেকে
এখন ভালো লাগে কে এফসির ফ্রাইড চিকেন
অথবা
রাস্তার পাশে গরম ধোঁয়ায় ছেয়ে যাওয়া একটি
ভাঁপা পিঠা।'
কবিতা লিখে কিছুই হয় না।
কবিতা দিয়ে জীবন চলে না।
যে কবিতা মেটাতে পারে নি
১০ কোটি মানুষের ক্ষিদে..
যে কবিতা কমাতে পারে নি
ঢাকার বাতাসে বিষ।
যে কবিতা দেয় নি আমাকে
ইস্পিত রমনীর প্রেম...
সে কবিতায় কেন আমি ঢালবো সোনার প্রলেপ ?
অভিমানে দূরে সরে গেছি।
ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি টাকার ভেতরে।
আকাশের পূর্নিমা চাঁদের থেকে সুন্দর লাগছে
লেক ভিউ একটি ৫ কাঠা প্লট।
হাতছানি দিয়ে ডাকছে প্যারিসের একটি বার..
যেখানে মেয়েটিকে আমি প্রথম পান করতে দেখেছিলাম।
প্যারিসের গোলাপের অনেক নাম ডাক কি কারনে !!!
আমি অনুধাবন করেছিলাম।
টরোন্টো বা মস্কোতে আমি এভাবে ভেঙে চূড়মার হয়ে যাই নি।
অনেক দিন পর...
একটা কবিতার হাত ধরে
তার কাছে চলে যেতে আমার ইচ্ছে করছে।
সীমাবদ্ধ জীবনের কান্না আটকে থাকুক গলার কাছে।
কাউকে বলে দিও না..
যত না কাম..তার থেকে অনেক বেশী প্রেম বোধ করেছিলাম।
অন্ত্মীয়া ঐ মেয়েটিকে বলতে পারি নি..
আমাদের বাড়ী যেও।
হাঁটুতে কিছূটা ব্যথা।
ডক্টর বলেছে-
বাড়ছে হাড়ের ক্ষয়।
ক্ষয়ে যাচ্ছে আগ্রাসী আর বেপোরোয়া যৌবন..
কুয়াশা কুয়াশা লাগে।
কৈশোর পেরিয়ে যৌবন ফুরিয়ে যাচ্ছে বুঝি নিমিষেই..
পৌঢ়ত্বের বেঢপ ইশারা টের পাই পাই।...
পথের পাশে ফেলে এসেছি একটা আস্ত রঙধনু।
ফেলে এসেছি চালতা গাছে ঢাকা একটি হ্রদ ।
আসমান নেমে এসেছিলো পায়ের তলায়..
তবুও আমি পাহাড় পেরিয়ে এসেছি এই খানে।
©somewhere in net ltd.