নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

এহতেশাম উদ্দিন

আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।

এহতেশাম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালের ২৭শে মার্চের সত্য ঘটনা জানি।।।

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

আমরা সকলে জানি স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। আর চিরন্তন সত্য এই যে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা করেন ২৭শে মার্চ যুদ্ধ শুরু হবার পরে স্বাধীনাতার ঘোষক কেউ হতে পারে না, শুধু পারে মাত্র পাঠক এবং এটি চিরন্তর সত্য কথা ।







১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার পূর্বে ১২টার পর (অর্থাৎ, ২৬শে মার্চের প্রথম প্রহরে) তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন এবং ঘোষণাটি চট্টগ্রামে অবস্থিত তত্কালীন ই.পি.আর এর ট্রান্সমিটারে করে প্রচার করার জন্য পাঠানো হয়।২৬ তারিখে শেখ মুজিবরের ভাষনটি রিকশা যোগে মাইকিং করা হয়।



ঘোষণাটি নিম্নরুপ: [অনুবাদ:] এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্যটিকে উত্খাত করা এবং চূড়ান্ত বিজয় অর্জনের আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক।







পরবর্তী সময়ে হান্নানসহ কয়েকজন এই ঘোষনাপত্রটি পাঠ করে মাত্র। তার মধ্যে জিয়া অন্যতম। এই ঘোষনার আগে জিয়াকে কেউই চিনতো না। যাই হোক আসি বর্তমান বি.এন.পি মিথ্যা ও বিকৃত মানসিকতার, মিথ্যা ইতিহাস প্রসঙ্গ নিয়ে -



১)একটু খেয়াল করে জিয়ার ঘোষনা পত্রটি শুনলেই বুঝতে পারবেন বি.এন.পি অতন্ত্য সুকৌশলে তাঁর ঘোষনাটির অডিও টেপ এডিট করে কিছু অংশ বাদ দিয়েছেন । সেখানে ছিল “on behalf of the great national leader BONGOBONDHU SHEIKH MUJIBUR RAHMAN” । মনোযোগদিয়ে শুনলে যে কেউ বুঝতে পারবে এই এডিটকৃত ভাষনটি। যেখানে কিছু অংশে কোন শব্দ নাই।

[অরিজিনিয়াল অডিওটি শুনতে ভিজিট করুন http://www.youtube.com/watch?v=h_n9AvFWGeA অথবা Click This Link



২) ১৯৯৬ সালের আগে ও বি.এন.পি ২৭শে মার্চ জিয়ার ঘোষনাটি স্বীকার করে নেয়। কিন্তু এর পরবর্তি সময়ে অত্যন্ত সুকৌশলে তারিখটি পরির্তন করে ২৬শে মার্চ বলে বেড়াচ্ছে । এমন কী বি.এন.পি চেয়ারপারসেন বেগম খালেদা জিয়া ও এই একই কথা বলছে আর আমরা দেশবাসি তা হজম করছি ।



৩) জিয়াউর রহমান জিবীতকালিন সময়ে তিনি কখনোই বলেনই যে তিনিই প্রথম স্বাধীনতার ঘোষক এবং তাঁর অবিকৃত ভাষনটি তখন বিভিন্ন গনমাধ্যমে প্রচার হতো।



আর এখন বি.এন.পি সব ইতিহাস পাল্টে নতুন করে ইতিহাস রচনা করছে, যেখানে অনেক ফাঁক-ফোকর রয়ে গেছে !!! হায়রে আমাদের অভাগা রাজনীতি !!!



আরো জানতে ভিজিট করুন :Click This Link target='_blank' > Click This Link



বি:দ্র: এই পোস্টটি এডিট করে পুণ:প্রকাশ করা হলো নতুন প্রজন্মকে জানাবার জন্য । আগের পোস্টটি হলো : Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মোহাম্মদ হারুন বলেছেন: সত্য কথা গুলো খুবই সুন্দর করে শিরোনাম আকারে অল্প লেখায় দারুণ ভাবে প্রকাশ করেছেন। ধন্যবাদ।

অসলেই জিয়া ঘোষক হতে পারে না, তিনি যাষ্ট একজন স্বাধীনতা ঘোষণা পত্র পাঠক মাত্র।, আর ঘোষক আর পাঠক এক নয়, বা এক হতে পারেনা।


তবে জিয়া এক জন মুক্তি যোদ্বা ছিল এটা সত্য, আমি এক জন সাধারণ নাগরিক হিসাবে জিয়াকে সম্মান জানাচ্ছি ,


২| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আমরা আর কতকাল এভাবে ইতিহাস বিক্রিতির কাজে নিয়োজিত থাকব একটি দেশের মুক্তিযুদ্ধ ইতিহাস নিয়েযে এমন বিভাজন থাকতে পারে সেটা শুধু আমাদের এই বাংলাদেশেই সম্ভব হয়েছে আমাদের হীন মন্যতার কারনে। হায় অভাগা দেশ হায় তার অভাগা মুক্তিযুদ্ধের ইতিহাস।
সঠিক ইতিহাস জানতে হলে দেখছি এখন কবর খুরে ইতিহাস জানতে হবে।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২

রানার ব্লগ বলেছেন: দোষ টা বি এন পি এঁর না , এটা পুরাটাই জামাতি চাল, জামাতের একটা নিজেশ্য মতবাদ আছে, যদি একটা মিথ্যা কে বার বার বলা হয় টা সত্য হয়ে যায়, বি এন পি জামাতি এই মতবাদ অবলম্বন করে এগিয়ে যাচ্ছে, আর কিছুইনা। বেচারি খালেদা যেদিন জামাত তাঁকে থু থু মেরে ছুরে ফেলে দিবে বুজবে মজা সেই দিন, তখন আম ছালা (দল ও কর্মী) দুইতাই হারিয়ে কান্না কাটি ছাড়া র কিছুই করার থাকবে না, বারি হারানর মত সাজান কান্না না, যেখানে ভাসনের পত্রে উল্লেখ ছিল (এই খানে কাঁদতে হবে) আর উনি অঝরে কেদে ফেললেন, তার আগ মুহূর্তে তিনি ছিলেন একে বারে শান্ত, কান্নার ডায়লগ আসতেই অঝরে কাদলেন, বরই নাটকীয়।

৪| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

রওনক বলেছেন: ঠিক বলেছেন, কেউই মুক্তিযুদ্ধ করেন নাই, সবাই বঙ্গবন্ধুর করা যুদ্ধে অভিনয় করেছেন মাত্র!!!
তা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন কিসে করে চট্টগ্রামে পাঠাইছিলেন, এফ-২২ এ করে?
ফালতু চাপা না মাইরা মুক্তিযুদ্ধের উপরে লেখা বই পরেন।
দেখবেন কাদের সিদ্দীকি সহ অনেকেই লিখেছেন যে জিয়া ২৬-শে মার্চ নিজেকে বাংলাদেশের প্রেসিডেন্ট দাবি করে স্বাধিনতার ঘোষনা দেন, তারপর আওয়ামী নেতাদের চাপে ২৭-শে মার্চ on behalf of the great national leader যোগ করে আবার ভাষন দেন, যা পরে সবসময় পুন:প্রচার করা হত।

৫| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

রাসেল ভাই বলেছেন: মাসুম! ঘোষক আর পাঠকের মধ্যে পার্থক্য বল ?

৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: রাসেল ভাই পাঠক আপনিও হইতে পারেন আমিও হইতে পারি -

ঘোষক হইলো ঢাক ঢোল পিডাইয়া -- আমিও পাঠ করলাম - আমারে জিয়ার মতো জনপ্রিয়তা দেওয়া হোক

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৪

রানার ব্লগ বলেছেন: আজকাল কিছু অতি ছাগু প্রীতি মানবকুল কিছু হলেই কাদের ছিদ্দিকির উধাহারন তানে, পাইছে এক ঝোলের লাউ আর অম্বলের কদু, ছাগু কুল ল্যাধান বন্ধ করে কাম্নে নিজেকে জামাত শিবির নামক ভাইরাস থেকে মুক্ত করা যায় তার কথা ভাবুন, আমার কাছে একটা এন্টিভাইরাস আছে লাগ্লে নিতে পারেন।

৮| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৪

রুদ্র নীল বলেছেন: ভাই, ঘোষণা তো ৭মার্চ এই দিয়া দিছি্লো।। ২৬/২৭ নিয়া লাফায়া লাভ কি? একজন হটাত কইরা আইসা কইল আর দেশ স্বাধীন হইয়া গেল এমন ভাবাটা হাস্যকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.