নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তীর্থক

এহতেশাম উদ্দিন

আমার সম্পর্কে বলার কিছুই না। সাধা-সিধে মানুষ।।চাকরী করি, আইটি নিয়ে কাজ করি। গান শুনি। কবিতা-উপন্যাস/গল্প পড়ি। কারো চাটুকার করি না। সত্যকে উম্মোচন করি ।

এহতেশাম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

ই-কমার্স ডিরেক্টরি প্রকাশ করল কমপিউটার জগৎ

০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩২

বাংলাদেশে ই-কমার্সের যাত্রা শুরু হয় ৯০ এর দশকের শেষের দিকে। বর্তমানে আমাদের দেশের অনেকেই ই-কমার্স সম্পর্কে ওয়াকিবহাল। ইন্টারনেটের মাধ্যমে এখন অনেকেই জিনিসপত্র বেচাকেনা করেন এবং এ সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। একটা ব্যাপার এখন দিনের আলোর মতোই স্পষ্ট আর তা হচ্ছে ই-কমার্সের জনপ্রিয়তা দিনে দিনে বাংলাদেশে বেড়েই চলবে কমবে না। এ অবস্থায় দেশের ই-কমার্স সেক্টরকে সামনে এগিয়ে নেবার জন্যে সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় আইসিটি ম্যাগাজিন কমপিউটার জগৎ একটি ই-কমার্স ডিরেক্টরি প্রকাশ করেছে।

১৯৯১ সাল থেকে কমপিউটার জগৎ নিয়মিত প্রকাশ হয়ে আসছে। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আন্দোলনে কমপিউটার জগৎ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৈশ্বিক তথ্য প্রযুক্তি অঙ্গনে কি ঘটছে, কি কি নতুন প্রযুক্তি আসছে এসব সম্পর্কে দেশের আপামর জনসাধারণকে জানানোর সাথে সাথে কমপিউটার জগৎ দেশের আইসিটি সেক্টরের বিভিন্ন সমস্যা এবং তা সমাধানের জন্যে সংশ্লিষ্ট সরকারি মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। এছাড়াও কমপিউটার জগৎ বিভিন্ন সময়ে দেশে আইসিটি নিয়ে বিভিন্ন ধরণের সভা, সেমিনার সহ নানা ধরণের আয়োজন করেছে। দেশের তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নেবার লক্ষ্যে কমপিউটার জগৎ দেশে প্রথমবারের মতো কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করে। পত্রিকাটি দেশের আইসিটি খাতে কর্মরত মেধাবীদেরকে মূল্যায়ন করে এবং তাদের সাফল্যের কথা সকলের সামনে তুলে ধরে। মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা চালু করার জন্যে কমপিউটার জগৎ দাবী তোলে। দেশের ই-কমার্স সেক্টরকে এগিয়ে নেবার জন্যে ২০১৩ সাল থেকে পত্রিকাটি নিয়মিত ই-কমার্স মেলার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় কমপিউটার জগৎ ই-কমার্স ডিরেক্টরি প্রকাশ করে।

ই-কমবিডি.নেট (http://www.ecombd.net) এ ডিরেক্টরি প্রকাশের জন্যে গবেষণাসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করে। এবার দেখে নেয়া যাক কি কি আছে এ ডিরেক্টরিতে-

প্রবন্ধঃ
এ ডিরেক্টরিতে দুটো প্রবন্ধ অন্তর্ভূক্ত করা হয়েছে।"e-Commerce in Bangladesh" শীর্ষক প্রবন্ধটি বাংলাদেশের ই-কমার্স সেক্টরের ইতিহাস, বর্তমান অবস্থা, বিরাজমান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। "e-Commerce Around the World: Some Reflections" প্রবন্ধটিতে এশিয়ার অন্যান্য দেশ, ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকাতে ই-কমার্স বাজারের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান দেয়া হয়েছে। এ দুটি প্রবন্ধ থেকে পাঠক পৃথিবীর অন্যান্য দেশে বর্তমানে ই-কমার্সের কি অবস্থা এবং সে তুলনায় বাংলাদেশ কোথায় অবস্থান করছে তা সম্পর্কে একটি পরিস্কার ধারণা লাভ করতে সক্ষম হবেন।

ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকাঃ
ই-কমার্স বলতে মূলত অনলাইনে পণ্য/সেবা বেচাকেনা বোঝালেও এ সেক্টরের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত। বিভিন্ন ক্যাটেগরিতে এসব প্রতিষ্ঠানের তালিকা দেয়া হয়েছে। যেমন- ই-কমার্স সাইট, ক্লাসিফাইড ওয়েবসাইট, ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, ক্রেডিট কার্ড, কুরিয়ার সার্ভিস, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, এবং ফ্রিল্যান্স ওয়েবসাইট।

প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহঃ
এ ডিরেক্টরিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট, অফিস ঠিকানা, ইমেইল, ফোন নম্বর এবং তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানের এসব তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। কিছু কিছু প্রতিষ্ঠান ই-কমার্স মেলাতে অংশগ্রহণ করেছে। সেখান থেকে তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়াও পত্র-পত্রিকা এবং ইন্টারনেট থেকে প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট থেকে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য এবং তাদের ঠিকানা সংগ্রহ করা হয়েছে।

ই-মেইল এবং ফোনে তথ্য যাচাই বাছাইঃ
তালিকা তৈরি করার পরে ই-কমবিডি.নেট প্রতিটি প্রতিষ্ঠানের সম্পর্কে সংগৃহীত তথ্যাদির যথার্থতা যাচাই করার জন্যে তাদেরকে ই-মেইল করে। একই সাথে প্রতিটি প্রতিষ্ঠানের সাথে ফোনে যোগাযোগ করা হয়। এভাবে দুই ধাপে তাদের সাথে যোগাযোগ করে তাদের সম্পর্কে সংগৃহীত তথ্যের যথার্থতা যাচাই করা হয়।

ডাউনলোডঃ
যে কেউ এ ডিরেক্টরিটি ই-কমার্সফেয়ার.কম (www-commercefair.com) থেকে ডাউনলোড করতে পারবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩৮

সিদ্দিকী শিপলু বলেছেন: ই-কমার্সফেয়ার ডট কম ডোমেইনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যারা সেটাকে রিনিউ করতে পারলো না তারা কিভাবে ই-কমার্স ডেভেলপমেন্টে ভূমিকা রাখবে?

২| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

এহতেশাম উদ্দিন বলেছেন: সিদ্দিকী শিপলু @ আপনাকে ভুল ধরিয়ে দেবার জন্য। সেখানে টাইপিং মিসটেক ছিল। সাইটির সঠিক ঠিকানা হলো www-commercefair.com

০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

এহতেশাম উদ্দিন বলেছেন: সিদ্দিকী শিপলু @ আপনাকে ভুল ধরিয়ে দেবার জন্য। সেখানে টাইপিং মিসটেক ছিল। সাইটির সঠিক ঠিকানা হলো www-commercefair.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.