![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি এলো
বৃষ্টি এলো, অনেক দিন পরে।
এলো বৃষ্টি গগণ উজার করে,
পাঁপের প্রচন্ড উত্তাপে, ফেটে চৌচির ভু-পৃষ্ঠ,
বৃষ্টি এলো, আলতো স্পর্শ দিতে।।
বৃষ্টি এলো, ধুসর মরুর বুকে,
বৃষ্টি এলো, ফসলের ক্ষেতে,
ক্যাক্টাসের কাঁটা্য় শোভা ছড়াতে।
এলো বৃষ্টি- কৃষকের বুকে স্বপ্ন জাগাতে।।
বৃষ্টি এলো, প্রিয়ার চোখে।
বুকের পাজরে জামা কষ্টের তলানী ধুয়ে নিতে।
এলো বৃষ্টি- ভালবাসার দামে কেনা,
অবহেলা সবটুকু বুঝিয়ে দিতে।।
বৃষ্টি এলো, আমার আকাশে,
তারার মত মিট-মিট করে জ্বলা স্বপ্নগুলো,
একে একে সব ঢেকে দিতে।
বৃষ্টি এলো, আঁধার-কালো আনতে ডেকে।।
২৭ শে মে, ২০১৩ রাত ১০:৪৭
নীরব দর্শক্ বলেছেন: ধন্যবাদ ভাই অভি, আজকাল মনে হয় কে্উ আর তেমন কবিতা পড়ে না!!
সবাই হয়তো রজনীতি আর আস্তিক-নাস্তিক নিয়ে লেখা পড়েই মজা পায়।
২| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বৃষ্টি নিয়ে কবিতা!!!! সুন্দর
২৮ শে মে, ২০১৩ রাত ১২:৫৪
নীরব দর্শক্ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আপনাদের ভাল লাগাতেই আমার সার্থকতা।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৩
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !