নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিলেকোঠায় অট্টালিকা

maxcse

যুক্তি যেথায় দ্বিধায় ভোগে, আমি সেথায় দ্বিধাহীন...

maxcse › বিস্তারিত পোস্টঃ

পুঁথিগত বিদ্যা দিয়ে পিএইচডি করা যায়!

০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আমার এক পরিচিত বড় ভাই! ক্লাসে অনেক মেধাবী ছিলেন তিনি। তার একাডেমিক রেজাল্টও ছিল ঈর্ষনীয়!! কমেন্টওয়েলথ বৃত্তি নিয়ে দেশের বাইরে গেছেন তিনি, তাও চার বছর হলো!

সেখানে তিনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, যতদুর জানি!! এ পরিচয় দিয়ে দেশে ভাল একটা বিয়েও করেছেন। ইচ্ছে করেই সন্তান জন্ম হওয়ার মাস চারেক আগে বিদেশে পাড়ি জমালেন, উদ্দেশ্য সন্তানের বিদেশি নাগরিকত্ব নিশ্চিত করা!!!

তো আমার কথা সেখানেই এতো মেধাবী হয়ে কি করলেন, শিক্ষকতাই তো করলেন! করছেনও! পিএইচডিও করেছেন। নিজের অর্জনের ডানায় আরেকটি পালক লাগানোর জন্য!

কিন্তু এপলের স্টিভ জবস, ফেসবুকের মার্ক জুকারবার্গ, মাইক্রোসফট এর বিল গেটস, খান একাডেমির সালমান খান, গুগলের ল্যারি পেজ সহ উনাদের কেউই কিন্তু মারদাঙ্গা ছাত্র ছিলেন না!

পুঁথিগত বিদ্যা দিয়ে পিএইচডি করা যায়! বৃত্তির টাকা দিয়ে অনায়াসে বিদেশে জীবন যাপন করা যায়, ভাল বিশ্ববিদ্যালয়ে ক্ষ্যাঁপ মারা যায়, ঘাগু হয়ে শিক্ষকতার ব্যবসা করা যায়! দেশে এসে ভাবও মারা যায়! অমুক ইউনির প্রফেসর!!!! কিন্তু মশাই পথিকৃত হওয়া যায় না! আমার অনেক টাকা থাকলে এই সব মেধাবী(!)দের নিয়ে একটা জরিপ করতাম!

স্কলার্সশীপ নিয়ে বিদেশে গিয়ে, বড় বড় ডিগ্রী নিয়ে কে কী করতেছে, এটা জানার জন্য!

শিক্ষকতা এখন ব্যবসা, তাই না? শিক্ষক পরিচয়ে সমাজে ভাল একটা অবস্থান পাওয়া যায়!!

এই ধরাধামে যা কিছু হয়েছে তা ৯৯% ভাগই ক্লাসের দ্বিতীয় সারি থেকে শুরু করে ব্যাকব্যাঞ্চারদের দিয়েই হয়েছে! বাট সেই মেধাবীরা এগুলোর ফল ভোগ করে!!

'ঈশ্বর থাকে ওই ভদ্রপল্লীতে, এই জেলে পল্লীতে উনি দেখা দেন না!' কিন্তু ওই জেলেরা না থাকলে কিন্তু ভদ্ররা না খেয়ে মরবে!!



মহাশয়, পথিকৃত হতে ন্যাচারাল মেধাবী হতে হয়! খালি ভাব ধরলেই হয় না!! সিজিপিএ ৪ এ ৪ থাকলেই হয় না!!

জয় ব্যাকব্যাঞ্চার, জয় ফেলটুস!

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

মুনসী১৬১২ বলেছেন: জয়

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

maxcse বলেছেন: জয়

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আহমেদ জামান বলেছেন: জয় ফেলটুস। :P

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

রোড সাইড হিরো বলেছেন: জয় ব্যাকব্যাঞ্চার, জয় ফেলটুস!

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

মরু প্রান্তর বলেছেন: ভাই াল ছিরা প্রভাষক গুলা একটু পরেই এখানে এসে তেনা প্যাচানি শুরু করব। আর সাথে সাথেই মেজাজটা বিল্লা অইব।

জয় ব্যাকব্যাঞ্চার!

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

maxcse বলেছেন: জয় ব্যাকব্যাঞ্চার!

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

কালোপরী বলেছেন: আপনি কি করছেন সেটা আগে বলে নেন তারপর বিল গেটস আর জুকারবার্গরে টাইনেন

অন্যদের সম্মান করুন নিজেও সম্মান পাবেন

না আপনি আরেকজন জুকারবার্গ হতে পেরেছেন, না আপনি একজন পিএইচডি ডিগ্রীধারি হতে পারবেন

কিছু হয়ে দেন উঠান বাঁকা বলে চিল্লায়েন, শুধু শুধু লোক হাসায়েন না

আর কিছু বলতে ইচ্ছে করতেছে না টাইপ করার মত এনার্জী নাই

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

maxcse বলেছেন: ভাই, আপনারাই তো হাসান! কতশত দিগ্রী আপনাদের নামের পিছনে। খালি ধান্দার লাইগ্যাই

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

সবুজ মহান বলেছেন: পি এইচ ডি কি বুজেন তো ?


খালি পুঁথিগত বিদ্যা দিয়ে পি এইচ ডি হয় না ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

maxcse বলেছেন: ওন্যের পেপার চুরি করে তো করা যায় , তাই না

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

রিফাত হোসেন বলেছেন: পি এইচ ডি বা ডিগ্রীধারীকে বেল টেল দেই না, সম্মান মানুষ হিসেবে যতটুকু প্রাপ্য ততটুকুই পাবে বা কাজ অনুযায়ী ।

ডিগ্রী ধারী যদি আমার থেকে সালাম আশা করে দেখা হলেই ! তাহলে ভ্রু কুঞ্চিত ব্যতীত কিছুই আসা করবে না । :)

পয়সার জন্য বা সম্মানের জন্য পি এই ডি দৌড়ায় সেটা বোকামি যদিও সেটা সবাই করি ।

আমিও করছি ! /:)

বলতে গেলে হুদাই পড়ছি ! কারণ আমি একজন একাধারে ছাত্র , চাকুরীজীবি ও ব্যবসায়ী =p~ বর্তমানে চাকুরীজীবিও কিন্তু বেশীদিন করব না ।

তেমন ইচ্ছা নাই, পড়াশুনাটা শুধু সম্মানের জন্য । কেউ জিজ্ঞাসা করলেই বলে কতটুকু পড়েছেন.. যদিও এই বয়সটা পড়ারই কিন্তু আমার তেমন দরকার নাই বলে মনে করি । কারন এরপর মানুষ যা করতে চায় চাকরী বা ব্যবসায় , ২ টাই আছে ! :-0

তবুও পড়তে বাধ্য হচ্ছি সামাজিক কারনে ।

---------------

আরেকটা কথা মনে পড়ল, একজন বাংলাদেশী বাঙালী আছৈন যিনি ও তার সম্পূর্ণ গ্রুপ আন্তজার্তিক একটি পুরষ্কার পেয়েছিলেন তবে অস্ট্রিয়ান হবে , তিনি International Atomic Energy Agency জব করেন । এখন তিনি একজন অস্ট্রিয়ান হিসেবে পুরষ্কার পান যা আমাদের অগোচরে !

যাই হোক........ শুধু এড করলাম ।


-------------

একটা কথা বলতে পারি অন্তত সবার মত বাপের হোটেলে খেয়ে পড়ছি না এবং খুব অল্প বয়সেই বাপের হোটেল ছেড়েছি । যদি বাপের হোটেল থাকত তাহলে পড়াশুনা বেক বেঞ্চার হয়েও করতে পারতাম ।

আমার মত ভোদাইও পি এচই ডি করার যোগ্যতা রাখে যদি সে নিয়ম মেনে চলে পড়াশুনার ।
-----------

@আর কালোপরী সাহেবা জোকার হতে হবে কথা নাই, আত্ন তৃপ্তিই প্রধান কেউ অল্পতেই তুষ্ট অনেকেই নয় । অনেকে জ্ঞানের জন্য পড়ে অনেকে সম্মানের অনেকে টাকার জন্য !

আমি জানি না আপনি টার্গেট নিয়ে আগাচ্ছেন ।

তবে বুঝতে পারছি সব ব্লগারের মতামত বুঝে....
-------

আমার এক দোস্ত পড়াশুনা করে টাকা কামাতে চায় সে করছে আরেকজন ব্যবসা করে সে করছে. আরেকজন ভালই আছে অল্প বেতনে অল্প আয়ে ! আর তার ইচ্ছাও সীমিত আরেকজন হুদাই পাগলেরমত বই পড়ে !!!


এই হল একেক টাইপের মানুষ । তাই কাউকে অসম্মান করা উচিত না আশা করি কালোপরী সাহেবা........... প্রত্যেক কে জুকার বা আইনস্টাইন হতে হবে তা কোন গ্রহের লিপিতে লিপিবদ্ধ নাই ।

তো সেখানে উঠান বাকার প্রশ্ন আসছেই না ।

আপনি হয়ত গণতন্ত্র সাপোর্ট করেন এই লেখক সমাজতন্ত্র সাপোর্ট করে এই তুলনাই কথা হচ্ছে ... কিন্তু মেইনস্ট্রিম একই ।

একজন কাঠমিস্ত্রী যদি ভাল কাজ করতে পারে সে আপনার মতনই একজন সফল ।

তাকে জুকার হইতে হবে না ! =p~ =p~ =p~ =p~

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

maxcse বলেছেন: এই হল একেক টাইপের মানুষ । তাই কাউকে অসম্মান করা উচিত না আশা করি কালোপরী সাহেবা........... প্রত্যেক কে জুকার বা আইনস্টাইন হতে হবে তা কোন গ্রহের লিপিতে লিপিবদ্ধ নাই ।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: স্কুল পালালেই রবীন্দ্রনাথ হওয়া যায়না। আপনি যাদের উদাহরণ দিলেন তাদের মধ্যে সালমান খান ছাড়া আর কেউ কিন্তু শিক্ষার আইকন নয়। বড়জোর বিজনেস আইকন হতে পারে। একজন পিএইডি ধারী শিক্ষা ক্ষেত্রে অবশ্যই সম্মানের যোগ্য।

০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

maxcse বলেছেন: স্কুল পালালেই রবীন্দ্রনাথ যদি না হওয়া যায়,। তবে তো ভাইসভার্সা।
পিএইচডি করলেই শিক্ষিত হয় না, তাই না?

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

পণ্ডিত মশাই বলেছেন:
শিক্ষকতা এখন ব্যবসা, তাই না? শিক্ষক পরিচয়ে সমাজে ভাল একটা অবস্থান পাওয়া যায়!!

আপনার বক্তব্য খুবই অস্পষ্ট।

শিক্ষকদের প্রতি বিষেদাগারের কারন কি?

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩

ইসটুপিড বলেছেন: কোন মাস্টারের কোর্সের ফেল খাইছেন নাকি? :-P
পোস্টের চেয়ে রিফাত হোসেনের কমেন্ট আরও বেশি জুস হৈছে, পুস্টরে যথার্থ প্রমাণ করছে। সিনিয়ার ব্লগার হৈলেই যে আক্কেল হয়না, বুঝায়া থুয়া গেছে পন্ডিতটা :-B

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

শূন্য পথিক বলেছেন: পি এইচ ডি= পাঁচ হালি ডিম!

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

জুতার ফিতা বলেছেন:
P= পাইনি
H= হাতে
D= ডিগ্রী

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

রিফাত হোসেন বলেছেন: Istpd shaheb ka koak phd hate dhoraia dao. Uni hahakar korchen ! Unar kichu poysa dorkar giyan na hoilao cholbe ! Lol tarai bujhan shikkar mormo ar kau na bujhuk!

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৬

কালোপরী বলেছেন: মাল্টির উত্তর দিতে বিবেকে বাধল

দ্বিমুখী প্রতিক্রিয়া জীবনের জন্য ঠিক অনুকূল নয়। কাউকে বেল দেন না কিন্তু বেল পাওয়ার জন্য কিন্তু পড়তেছেন হাহাহাহাহা

অসম্মান এই পোস্টের প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত এমনকি কমেন্টের উত্তরে পর্যন্ত বেল টেল দেন না এটাও একটা অসম্মান বৈকি

অসম্মান করে ঢেকে ফেলার রিভার্স ভাল লাগল। বাচ্চা কালে এমন করতাম।

আমি কোন দিকে আগাচ্ছি তা আপনার চিন্তা না করলেও চলবে। তবে এটা ঠিক যা ভাল লাগে তাই করি। পিএইচডি করার মত আল্লাহ পাক যোগ্যতা দিয়েছেন (মাত্র মাস্টার্স শেষ করলাম ;) একটু রেস্ট নিয়া নেই :P কি বলেন) আর চাকরিও করছি।

মানুষের বড় পরিচয় সে মানুষ, জুকারবার্গ অথবা আমার ডিপার্টমেন্টের ডক্টরেট শারমিন হক নন। তারপর তাদের পরিচয় তাদের কর্মদক্ষতায় যেটা মুচির দক্ষতাও হতে পারে অথবা ফেসবুক অথবা শিক্ষা প্রদানে

মানুষকে সম্মান করুন তাতে সে জুকার হোক কিংবা মুচি হোক কিংবা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক।

যাক, বানিজ্য মেলায় আমাদের (আইবিবিএল) প্যাভিলিয়নে স্বাগতম জানাচ্ছি। আসলে খুশি হব, দেখি আপনাকে বেল দেয়া যায় কিনা :P :P মেলায় ঢুকেই হাতের বামে চমৎকার একটা জাহাজ দেখবেন, বিনা দ্বিধায় ঢুকে পড়বেন :)

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

রিফাত হোসেন বলেছেন: কালোপরী সাহেবা...........

যাই হোক maxcse সাহেব এর সব কাথে একমত সেই কথাও বলি নাই আর এইটাও বলি নাই যে বেল দেইনা বলে ঐ কথাকেও আপন করে নিতে হবে ।

এখন যদি বলি আমি বিয়ে নামক আজাইরা সামাজিক ঝামেলা পছন্দ না কিন্তু সামাজিকতা রক্ষার্থে করতে হবে এবং সবাইকেই হয় কিন্তু অনেকে করে না ।

হুম ঠিক, আমি বেল দেই না । অসম্মান একদমই করি নাই । যে যতটুকু পাওয়ার কথা পাবেন কিন্তু এক্সট্রা কিছু করার কারন দেখছি না ।

বেল টেল শব্দ শুনলে অসম্মান কই পেলেন জানি না । =p~
আমি বুঝিয়েছি সোজা কথায় তোষামুদি !

আমি মোটোও অসম্মান করি নাই, হয়ত আমাকে বুঝতে ভুল করেছেন ।

আমি শিক্ষার প্রয়োজনীয় বলতে বুঝিয়েছি এইটা নিয়ে পি .এইচ ডি করেন আর মাথুরা করে জার্নালিস্ট আপনার ইচ্ছা !

---
আপনি লেখককে জুকার বা অন্য কোন ধনপতি বা আর্থিকভাবে প্রতিষ্ঠিত মেধা সত্ত্বের সাথে তুলনা করে তুচ্ছ জ্ঞান করেছেন !

সেটা আমার ভাল লাগে নাই ।

ডিগ্রীধারী হতেই হবে কোন কথা নাই, =p~

জ্ঞান নিজের কাছে , শিখার শেষ নাই ।

--------

লোল, জীবনে খুব ছোট্ট বেলায় বাণিজ্য মেলায় গিয়েছি আর যাওয়া হয় নি ।

আর চিনিও না এটা কোথায়, ভুলে গিয়েছি । ব্লগে ছবি পোষ্টাইয়েন দেখব কেমন !

--------------------

এই ব্লগের লেখক আর আমি এক নই । তার পোষ্টের লেখা আর আমার লেখা এক নয় , খেয়াল করে দেখতে পারেন ।

----------------------------
এই কথাটা আগে বললেই তো ঝামেলা চুকে যেত !, আমি এত এগ্রেসিভ নই, আমি মনে করেছিলাম হীন মানষিকতা আপনার । ততটুকু আপনি নন । আর আমি কাউকেই অসম্মান করি নাই, প্রাপ্য সম্মান সবাই পাবে কর্ম অনুযায়ী । আমি যদি ছাত্র হই শিক্ষকের তবে সে শিক্ষক সম্মান পাবে কিন্তু আমি যদি আইনের সংস্থার কেউ হই আর সেই শিক্ষক কর না দেওয়ার কোন গড়িমসি করে তাহলে তার পেশার দিকে তাকিয়ে অতিরিক্ত সুবিধা আদায় ভুলে যেতে পারে ।


মানুষের বড় পরিচয় সে মানুষ, জুকারবার্গ অথবা আমার ডিপার্টমেন্টের ডক্টরেট শারমিন হক নন। তারপর তাদের পরিচয় তাদের কর্মদক্ষতায় যেটা মুচির দক্ষতাও হতে পারে অথবা ফেসবুক অথবা শিক্ষা প্রদানে

মানুষকে সম্মান করুন তাতে সে জুকার হোক কিংবা মুচি হোক কিংবা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক।



---

আর ক্যাচলাইতে পারব না, বহু কাজ, পড়া আছে । পড়া পছন্দ না হলেও করতে হয় সামাজিকতা রক্ষার্থে আর কিছুই না । এইটা আমার পছন্দ না যদিও ।
--------

এই গ্রীষ্মে গ্রীসে আসার দাওয়াত রইল.. সেমিস্টার এর পর ঘুরতে যাব সেখানে ।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

কালোপরী বলেছেন: পোস্টের লেখক পোস্ট রেখে কই পালালেন আর রিফাত হোসেন তার হয়ে জবাব দিলেন তাহলে আমি কি ভাবব বা আমার কি ভাবা উচিত ???

আমি কারো সাথেই কাউকে তুলনা করি নাই বরঞ্চ লেখক জুকারবার্গ, সালমান খান এদের আর পিএইচডি ডিগ্রীধারিদের তুলনা করছেন কোনটা কিসের সাথে যুক্তিযুক্ত???

বেল দেন না, পড়তে পছন্দ করেন না কিন্তু সামাজিকতা রক্ষার্থে অর্থাৎ বেল পেতে পড়ছেন হাহা চমৎকার

হীন মানসিকতা কার তা দেখতেই পেলাম যে যার যার জায়গায় আছে কিন্তু তাতে আপনাদের শান্তি নেই। আমি এটাই যাই যে যার প্রাপ্য সম্মান পাক কিন্তু পিএইচডি ধারীদের সম্মান দিতে আপনারা বড় নারাজ। পড়াশুনা করছেন অথচ এটা বলতে খুব অসম্মানবোধ করছেন বারবার বলছেন সমাজের জন্য। পড়াশুনা ব্যাপারটা এতটা অসম্মানের হলে কেউ আর পড়ত না। সবাই বিল গেটস হওয়ার চেষ্টা করত। কারো মেধা আছে, কারো প্রতিভা আছে কারো বা দুটোই আছে। সবাই সম্মানের যোগ্য, শুধুমাত্র সামাজিকতা রক্ষার জন্য পড়া উচিত না বলেই মনে করি

নারে ভাই ক্যাচাল আমারও পছন্দ না কিন্তু একবার লক্ষ্য করে দেখেছেন কি আমরা পুরো বাংলাদেশটা এক একটা দলে ভাগ হয়ে যাচ্ছি। কেউ পাবলিক কেউ প্রাইভেট কেন একবারও ভাবছিনা নিজে কি করছি নিজে কতটুকু দেশের জন্য করতে পারছি?? আমাদের চোখ যায় উল্টো দিকে। আমরা সাতার না জেনে বিদ্যা না জানার জন্য মাঝিকে ১২ আনা ফাকি বলে বকাঝকা করি আর নিজের জীবন ১৬ আনাই বরবাদ করে দেই

গ্রীসে যাব না, দেখি অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছা আছে, মোনাশ ইউনিভার্সিটি। দেখি কপালে কি আছে

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

িশশু দর্পন বলেছেন: Ph.D. helps to develop career, nothing else. পিএইচডি ওয়ালারা টাকা কামাই করার ধান্ধা করে না । ভুল ধারনা । আপনি আমার পিএইচডিকে টাকা দিয়ে কিনতে পারবেন না , আর যাই হোক । অবশ্যই বাইরের দেশে আমার / আমাদের কদর আছে । দেশে নাই । তাতে কি হয়েছে ! বেশ ভাল আছি দেশে । পিএইচডি করার যোগ্যতা ও থাকতে হবে ।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

ঝটিকা বলেছেন: সব কিছুতেই ইউরোপ আমেরিকার সাথে বাংলাদেশের তুলনা করা দেখলে খুবই বিরক্ত লাগে। এটা বোকামিও বটে। কারন আমাদের সমাজ ব্যাবস্থা পুরাই আলাদা। অস্ট্রলিয়া-আমেরিকায় প্লাম্বার, পেইন্টাররা সবচেয়ে বড়লোক, বি.এম.ডাব্লু , মার্সিটিজ নিয়ে ঘোরে। বাংলাদেশেও কি তাই? বাংলাদেশের দরিদ্র জনগোষ্টির প্রেক্ষাপটে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়ানোর সবথেকে সহজ উপায় লেখা পড়া। অন্য রাস্থাও আছে তবে তা অকেন কাঠ খড়ি পোড়াতে হয়, সফল যে হবে তার গ্যারান্টিও নেই।

আপনি যে ভাইয়ের কথা বললেন, হয়ত উনি বাংলাদেশেও শিক্ষকতা করতে পারতেন। কিন্তু এখন যেখানে আছেন সেখানে উনি যদি উচ্চশিক্ষার জন্য উনার আন্ডারে বাংলাদেশি ছাত্রদেরকে অগ্রাধিকার দেন সেটা কি দেশের জন্য কিছু করা না? দেশের জন্য কিছু করতে হলে দেশেই থাকতে হবে এটা এখন বিশ্বায়নের যুগে একটা বাতিল থিওরি। বহু বছর আগে যেমন অনেকে "বেকার থাকব তবুও বাপ-দাদার ভিটা ছেড়ে কোথাও নড়ব না" বলে গ্রামেই পড়ে থাকত। এখন কি মানুষ তেমন টা ভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.