![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাল্গুনী,কেমন আছো তুমি?
দেখেছো কি রক্তে রাঙ্গানো চিত্র তোমার চরণ যুগলে,
মনে আছে কি তোমার ৮ ই ফাল্গুনের ঝংকার ?
যেদিন আকাশ বাতাস কাঁপছিল শত কণ্ঠের স্লোগানে।
ফাল্গুনী, কেমন আছো তুমি?
শুনেছো কি দামাল ছেলের ডাক-''মাতৃভাষা বাংলা চাই'',
মনে আছে কি তোমার সালাম বরকতের রক্তে ভেজা শার্ট?
যখন হায়েনার ছোবলে ভাঙ্গেনি বাংলা মায়ের তেজদীপ্ত ধৈর্যের বাঁধ।
ফাল্গুনী, কেমন আছো তুমি?
মেনেছো কি আমরাই পারি আনতে সোনালী ভোর ,
মনে আছে কি নয় মাসের যুদ্ধ শেষে বিজয় দিবসের প্রভাত?
যখন শত্রু বধের হাসি কড়া নেড়েছিল শহীদের ঘরের দোর।
ফাল্গুনী, কেমন আছো তুমি?
তেতাল্লিশ বছর পরেও কেন তোমার বুকে ঝরে রক্তের স্রোত,
মনে নেই কি তোমার তুমি ই ছিলে ৫২'র কণ্ঠ ,৬৯ এর অগ্নি ,৭১ এর যুদ্ধ?
যখন তোমার বলয়ে বাঙ্গালী ছিল অকুতোভয় মাতৃ কল্যাণে ব্রত।
ফাল্গুনী, এমন হলে কেন তুমি?
তোমার শরীরে আজ পোড়া গন্ধ,
তুমি যন্ত্রণায় কাতরাও শুয়ে হাসপাতালের বিছানায়
আমি বধির হয়ে থাকি অপলক চেয়ে!
ফাল্গুনী, ক্ষমা করেছো কি তুমি?
আমি ভুলে যাই তুমি জননী-জন্মভূমি
তুমি আমার বাংলা ভাষা,আমার প্রাণের মাতৃভূমির
ফাল্গুনী, ক্ষমা করেছো কি তুমি?
©somewhere in net ltd.