নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্রুবতারা

এম বি ফয়েজ

সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

এম বি ফয়েজ › বিস্তারিত পোস্টঃ

রেশমা উদ্ধারের নেপথ্য কাহিনী

০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১২

আমি যদি বলি যে রেশমা উদ্ধারের নাটক বাংলাদেশ সেনার সাজানো নয়; বরং রেশমার দুষ্টমতির ফসল, তাহলে ভুল কোথায়? যেদিন ঘটনাটি ঘটেছে অর্থাৎ রেশমা উদ্ধার হয়েছে এবং প্রচার মাধ্যমে তা চাউর হয়েছে ঠিক সেই মুহূর্তে আমাদের শ্রোতা সংঘের অন্যান্য শ্রোতাদেরকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলেছি যে একজন মানুষ ১৭ দিন পর এরকম পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়ার পর তার যে মানসিক ও শারীরিক অবস্থা থাকার কথা তা রেশমার মধ্যে মোটেই পরিলক্ষিত হয়নি। বরং রেশমা বোধ হয় উদ্ধারের দিন ভোরে হয়তো স্বচক্ষে ধ্বংসস্তূপ দেখতে এসে কিছু একটা খুড়াতে লেগে যায়। ঠিক সেই মুহূর্তে সেনার উদ্ধারকারী দল রাতের বিরতির পর ভোরে যথারীতি কাজে যোগ দিতে এলে অগত্যা রেশমা উপায়ান্তর হয়ে চুপিসারে সেনার ভয়ে ধ্বংসস্তূপে লুকিয়ে পড়ে। আর সরলমনা সেনারা সেই স্থানেই উদ্ধার কাজ সেদিন শুরু করলে রেশমাকে খুজে পায় এবং যা করনীয় তা করে। গতিকে, "সংবাদের খুজে গিয়ে সাংবাদিক সংবাদের শিরোনাম"--রেশমা নাটক তারই পরিবর্তিত রুপ নয় বলে কি প্রামানিক তথ্য মজুত রয়েছে? আর হ্যা, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটত যদি ধ্বংসস্তূপের চারিদিকে সিসি ক্যামেরা স্থাপন করা থাকত বা শহরের জানযট ও পার্কিং কন্ট্রোলের জন্য অনুরুপ ক্যামেরার ব্যবস্থা থাকত।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪০

এম বি ফয়েজ বলেছেন: রেশমা উদ্ধার নাটক না অপ্রিয় সত্য?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.