![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি : মানুষটা বোকা..ভাল লাগে : নীরব কান্না ..প্রিয় ছিকনামা : ভাত দে .. দহনপ্রিয় বই : নহন্যতে... (মৈত্রেয়ী দেবী)প্রিয় মানুষ : ঐ তাবলিগ ওয়ালাপ্রিয় কবিতার লাইন : ধরনী বিলাসকুঞ্জ নহে নহে কারো .. অভাব বিরহ আছে . আছে ...খারাপ লাগে : লাজনীতি.. প্রিয় গান : তুমি কি সেই আগের মত আছ..প্রিয় প্রাণী : মিঁউ.. (আছে দুইটা)ঘৃণা করি : সেই সব মিথ্যাবাদী..প্রিয় খাবার : শিমের ডাল, লইট্টার শুটকী ..স্বরনীয় : নাই .. ফুক্কু.. : সতের বছর ব্রেক অব ষ্টাডি অত:পর সেকন্ড ক্লাস...
প্রায় এক সপ্তাহ যাবত চেষ্ঠা করছি http://www.dshe.gov.bd/search_up.php শিক্ষা মন্ত্রনালয়ের এই সাইট থেকে একটা ডাটা সংগ্রহ করতে- কিন্তু পারছিনা। এমনও হয়েছে রাত একটায় ডাটা সার্চ করতে দিয়ে ঘুমাতে গিয়েছি - রাত তিনটায় ঘুম থেকে উঠে দেখছি একই অবস্থা। তাছাড়া জেগে থাকাকালীন ১/২ ঘন্টা তাকিয়ে থেকেছি-ডিজিটাল তথ্যটি জানার জন্য। কিন্ত সে আশায় গুড়েবালি।
আবার অদ্যকার জাতীয় বিশ্বাবিদ্যালয়ের ডিগ্রি রেজাল্ট দেখতে গিয়ে পড়লাম নতুন আরেক সমস্যায়- আপনারা নিজেরাই চেক করে বলুন না
http://www.nu.edu.bd/result.php
এটা কেমন "ডিজিটাল বাংলাদেশ"। কদিন আগে শুনেচিলাম ইন্ডিয়ায় নাকি ব্যান্ডউইথ বিক্রি করা হচ্ছে। হায়রে কথার ফুলঝুড়ি... আর কত শুনিব কথা ... এ যাতনা যে আর সহেনা।
১১ ই জুন, ২০১৩ রাত ১:৪৬
মুসাফির... বলেছেন: সত্য কথা.. মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
২| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:৩২
শীতের সকাল বলেছেন: ডিগ্রির রেজাল্ট দেখতে হলে আপনাকে এই লিংকে ক্লিক করে দেখতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের কি তথ্য জানতে চান যদি বলেন তাহলে সাহায্য করতে পারতাম কিনা চেষ্টা করে দেখতাম।
১১ ই জুন, ২০১৩ রাত ১:৪৪
মুসাফির... বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই.. তবে আপনার বলা মত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবে গিয়ে ডিগ্রি থার্ড ইয়ার রেজাল্টের জন্য ক্লিক করতেই আধা ঘন্টা ধরে চলছেই সেই নীল বৃত্তটির ঘুর্নন যেন অন্তকাল এই ঘূর্ননের শেষ হবেনা। এখন রাত ১:৪৩ মিনিট তারপরেও যদি হয় এই অবস্থা তাহলে বুঝুন আমাদের ডিটালাইজেশন কতদুর।
আর শিক্ষা মন্ত্রনালয়ের কথা আপনাকে বলে আর বিরক্ত করতে চাইনা... একটা নতুন শিক্ষকের এমটিও ভুক্তির কথা ছিল। হল কিনা জানতে চাইছিলাম। সেটা ওবোধ হয় আর সম্ভব হবেনা।
আবারো ধন্যবাদ জানাই .. ভাল থাকুন..
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ রাত ২:০৬
শ্রীঘর বলেছেন: এখানে উল্লেখ্য যে, তথ্য মন্ত্রনালয়ে কাজের কাজী নাই আছে কথার ফুলঝুরি।
স্পীড বাড়ানোর চেয়ে স্পীড কমানোর পায়তারা চলে!
জৈোলসপূর্ণ সেমিনার ছাড়া আর কোনো কর্ম নাই!!
আছে কিছু মাথামোটা লোকবল!!!
ডিজিটাল বাংলাদেশ নয়, বাংলাদেশ হইল ডিজিটালি টাল