নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুদিনের এই দুনিয়াতে- সবাই মুসাফির

মুসাফির...

আমি : মানুষটা বোকা..ভাল লাগে : নীরব কান্না ..প্রিয় ছিকনামা : ভাত দে .. দহনপ্রিয় বই : নহন্যতে... (মৈত্রেয়ী দেবী)প্রিয় মানুষ : ঐ তাবলিগ ওয়ালাপ্রিয় কবিতার লাইন : ধরনী বিলাসকুঞ্জ নহে নহে কারো .. অভাব বিরহ আছে . আছে ...খারাপ লাগে : লাজনীতি.. প্রিয় গান : তুমি কি সেই আগের মত আছ..প্রিয় প্রাণী : মিঁউ.. (আছে দুইটা)ঘৃণা করি : সেই সব মিথ্যাবাদী..প্রিয় খাবার : শিমের ডাল, লইট্টার শুটকী ..স্বরনীয় : নাই .. ফুক্কু.. : সতের বছর ব্রেক অব ষ্টাডি অত:পর সেকন্ড ক্লাস...

মুসাফির... › বিস্তারিত পোস্টঃ

হায়রে.. মোবাইল ব্যাংকিং... সবাই সাবধান হোন

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২

ডিবিবিএল এর মোবাইল ব্যাংকিং এর একটা ঘটনা। গত ২৩/১০/১৩ তারিখে দুপুর- ১:২২ মিনিটে-মোবাইলে ৩০০/= টাকা লোড করি। সন্ধায় সিটিসেল নম্বরে প্রথমে ৫০/= টাকা টপআপের কমান্ড দেই। কিন্তু টপআপ ‍‍"ফেইল" লেখা আসে। আবারো কমান্ড দেই "একই অবস্থা।



আমার সিটিসেলে চালানো- নেট সংযোগ বিচ্ছিন্ন থাকার ফলে -এভাবে কয়েকবার কমান্ড দিয়ে যাই। প্রতিবারই- টপআপ ‍‍"ফেইল" লেখা আসে। অবশেষে লেখা আসে,, পর্যাপ্ত ব্যালেন্স নাই। যাচাই করে দেখি সিটিসেল নম্বরে ও টাকা যায় নাই।



বাধ্য হয়ে পরের দিন এজেন্ট এর সাথে কথা বল্লাম। তিনি দেখিয়ে দিলেন ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এর সাভিস সেন্টার- গেলাম... আলোচনা করলাম। তিনি বললেন- ৩ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। তিন দিন গেল। ফোন দিলাম এজেন্ট এর কাছে- জবাব দিলো এর একটু অপেক্ষা করেন। এবার ফোন দিলাম ১৬২১৬ নম্বরে। তিনি আমার বিস্তারিত জানলেন ২১ মিনিট লাইনে রেখে। বললেন ৫ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।



পাঁচদিন গেল। সমাধান হলোনা। গত ০৩/১০/২০১৩ তারিখে আবার ১৬২১৬ নম্বরে ফোন দিলাম। সব চেক করে বললেন। আপনাকে আর ফোন দিতে হবেনা আমরাই আপনাকে ফোন দিয়ে জানাব।



ঘটনা সংক্ষিপ্ত করে লিখলাম। আরো অনেক ফোন দেওয়ার কথা এড়িয়ে গেছি। যা লিখতে গেলে আরো জলনী আছে অন্তরে।



আল্লাহ্ মালুম- আমার এই ৩০০/= টাকা সাথে ফোন করে করে আরো টাকা নষ্ট করার জলুনীর সমস্যার সমাধান হবে কি না।



হায়রে আমার মোবাইল ব্যাংকিং.... সবাই সাবধান হোন।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

বেকার সব ০০৭ বলেছেন: আপনার মত আমার ও এই অবস্থা হয়েছিল পরে (১৫০/=) ডিবিবিএল মোবাইল ব্যাংকিং বাধ দিয়ে দিলাম

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৪

মুসাফির... বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধণ্যবাদ...

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০০

রোদেলা দুপুর বলেছেন: কল দিতে থাকেন হয়তো ৩০০ টাকার কথা বললে টাকা ফেরত পাবেন।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৬

মুসাফির... বলেছেন: এখন মনে হচ্ছে- ৩০০/= টাকার জন্য আরো বেশী খরচ করতে হবে। তা ও টাকা পাই কিনা সন্ধেহ আছে।

মন্তব্যের জন্য-- আপনাকে ধন্যবাদ

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১২

নূর আদনান বলেছেন: X(( X(( X(( X( X(

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৬

মুসাফির... বলেছেন: সত্য.. সত্য... সত্য.. বলছি ভাই..

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৪

জ্বলন্ত রিপন বলেছেন: আমার মনে হয় আর টাকা খরচ করে লাভ নেই । আপনার ৩০০ টাকা + মোবাইল খরচ টা বাঁশ গেল।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৭

মুসাফির... বলেছেন: পরামর্শের জন্য আপনাকে অনেক ধন্যবাদ .. ভাল থাকুন সব সময়..

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৭

কাচু বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫০

আহমেদ আলিফ বলেছেন:
ডিবিবিএল মোবাইল ব্যাংক হতে আমি রেগুলারই বাংলালিংক এ রিচার্জ করি । আমার কখনো এমন হয় নাই !

৭| ১২ ই জুন, ২০১৪ রাত ১২:৩০

মিজভী বাপ্পা বলেছেন: এর জন্য ভাই মোবাইল ব্যাংকিং করি না। ব্যাংক এশিয়ায় ইন্টারনেট ব্যাংকিং ফ্রি, তাই করছি। কিন্তু তাতেও ভয় হয় যদি কোন দিন টাকা মেরে দেয়। আর মোবাইল ব্যাংকিং এর জন্য ভোগাস [বিকাশ] ইউজাই। এটাও পেদনাদায়ক :(( :(( :(( :(( এই সব গুলান রে বাম্বু থেরাপী দেয়া দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.