![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি : মানুষটা বোকা..ভাল লাগে : নীরব কান্না ..প্রিয় ছিকনামা : ভাত দে .. দহনপ্রিয় বই : নহন্যতে... (মৈত্রেয়ী দেবী)প্রিয় মানুষ : ঐ তাবলিগ ওয়ালাপ্রিয় কবিতার লাইন : ধরনী বিলাসকুঞ্জ নহে নহে কারো .. অভাব বিরহ আছে . আছে ...খারাপ লাগে : লাজনীতি.. প্রিয় গান : তুমি কি সেই আগের মত আছ..প্রিয় প্রাণী : মিঁউ.. (আছে দুইটা)ঘৃণা করি : সেই সব মিথ্যাবাদী..প্রিয় খাবার : শিমের ডাল, লইট্টার শুটকী ..স্বরনীয় : নাই .. ফুক্কু.. : সতের বছর ব্রেক অব ষ্টাডি অত:পর সেকন্ড ক্লাস...
সারাদিনের কাজ শেষে ক্লান্তি নিবারনে কম্পিটার নিয়ে একটু বসলাম আর এরই মধ্যে হন্তদন্ত হয়ে দু’জন ১৫/১৬ বছর বয়েসী ছেলের আগমন। দাবী হলো কাজ করে দিতে হবে। বাজারে বিদ্যুত নাই তাই কম্পিউটারে স্কেন করে হলেও প্রিন্ট করে দিতে হবে মোট ৪ পৃষ্ঠা” অনেক রিকয়েষ্টের পর দিলাম। আর দিতে দিতে আবিস্কার করলাম এটা প্রাইমারী পরীক্ষায় হিন্দু ধর্ম শিক্ষা পরীক্ষার প্রশ্নপত্র- কম্পোজ করে দিলাম। দেখুনত প্রশ্নটি মিলে কিনা?
হিন্দু ধর্ম
০১. উপাসনা কি? উপাসনা করব কেন?
০২. জন্মান্তর কাকে বলে? উন্নত জন্মের জন্য কী কী করা উচিৎ?
০৩. বেদ কয় প্রকার ও কী কী? সংক্ষিপ্ত বিবরণ দাও।
০৪. প্রহলদ কে হিরনক শিব কিভাবে শাস্তি দিয়েছিল?
০৫. বিভিন্ন ধর্মবলম্বী মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করব কেন?
০৬. হিংসা মানুষকে ছোট করে দেয় কেন? ব্যক্ষা কর।
০৭. রবীন্দ্রনাথের কবিতা লিখ।
০৮. প্রতিযোগিতা পাঠ করা অবশ্য পালনীয়” উক্তিটির ইতিবাচক দিক তুলে ধর।
০৯. স্বাধীনতা যুদ্ধে মানুষ মরেও অমর থাকে” ব্যাক্ষা কর।
১০. অহিংসা ককে বলে? বুঝিয়ে লিখ।
১১. ধর্মদেব অতিথী হয়ে এসেছিলেন কে?
১২. ধর্মের ৩ টি অঙ্গের কথা উল্লেখ কর।
১৩. মুক্তি কি?
১৪. সকাম কর্ম কী?
১৫. দেবী পক্ষ কাকে বলে?
১৬. কত সালে সুন্দরবনে দুর্ভিক্ষ দেখা দেয়?
১৭. দুর্গা ও কালীর বর্ননা কোন গ্রন্থে আছে?
১৮. যত মত-তত পথ” কথাটি কে বলেছেন
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৯
মুসাফির... বলেছেন: ধণন্যবাদ মন্তব্যের জন্য.. প্রশ্নটা দেখে মন্তব্য দিলে কৃতজ্ঞ থাকব।
২| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭
খাটাস বলেছেন: প্রশ্নফাঁস আটকানোর লোকেরা তো স্বীকার করছে না।
আপাতত উপায় নাই, তাই প্রশ্ন টা এভাবে না দিলেও পারতেন।
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১১
মুসাফির... বলেছেন: স্বীকার করছেনা বলেই তো এভাবে দেওয়া প্রয়োজন... পরে যদি বলি আমি প্রশ্ন পেয়েছিলাম .. তখন আমার কথা কি কেউ বিশ্বাস করবে?
৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: প্রশ্নপত্র ব্লগে প্রকাশ করে আপনিও একই অনৈতিক কাজে জড়িয়ে পড়লেন!
৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩
এ কে এম রেজাউল করিম বলেছেন:
আমার একটি অভিমত এখানে বলতে চাইঃ
পরীক্ষাহলে প্রশ্ন ৫ সেট আসবে, তারপর পরীক্ষারথীরা লটারী মাধ্যমে এক এক সেট প্রশ্ন পত্র নিয়া পরীক্ষা দিবে । প্রয়োজনে এই ৫ সেট প্রশ্ন আগে থেকেই ছাত্র-ছাত্রীদের জানিয়ে দেয়া যেতে পারে।
ব্যাস প্রশ্ন ফাঁস সমস্যা চুকে গেল ।
কি বলেন ব্লগাররা ?
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:০১
নতুন বলেছেন: দেখি পরিক্ষার পরে...
ভাবতে খারাপ লাগে... ৫/৮ এর ছাত্রারা ফাস হওয়া প্রশ্নের খোজে থাকে... তাদের অভিভাবকরাও ছেলে/মেয়ের জন্য প্রশ্ন খুজে...