নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ ছাত্র। সবকিছু থেকেই শিখছি।

একজন সাধারন ছাত্র। সবকিছু থেকেই শিখছি।

টেকি সুফিয়ান

টেকি সুফিয়ান › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেটের গতি বাড়ানোর উপায়

১৭ ই মে, ২০১৫ রাত ১:২৬

মোবাইলে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের সময়ই পড়তে হয়
ধীরগতির ইন্টারনেটের কবলে। এর কারণে অনেক জরুরি কাজ
করতেও দেরি হয়ে যায়। ইন্টারনেটের গতি বাড়ানাের জন্য তাই
প্রয়োজনীয় কিছু টিপস-
১. মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনস্টল করুন।
২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট
করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও
বাড়বে।
৩. মোবাইলের ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন। কারণ এগুলো শুধু
মোবাইলের জায়গায় নষ্ট করে না বরং আপনার মোবাইলের
বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।
৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। সম্ভব হলে
হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড
ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড
স্পিডকেও স্লো করে দেবে।
৫. সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে
অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের
স্পিডকে বাড়াবে।

নতুন নতুন টেকনোলোজি খবর, সফটওয়ার, এন্ডয়েড এপসসহ যাবতীয় টেকনোলজি টিপস পেতে এখান থেকে ঘুরে আসুন। আশা করি ভাল কিছু পাবেন ও ভাল লাগবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.