নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ ছাত্র। সবকিছু থেকেই শিখছি।

একজন সাধারন ছাত্র। সবকিছু থেকেই শিখছি।

টেকি সুফিয়ান

টেকি সুফিয়ান › বিস্তারিত পোস্টঃ

চীনে মুসলমানদের রোজা রাখতে নিষেধাজ্ঞা

১৮ ই জুন, ২০১৫ রাত ১১:৪৭

এবার চীনের মুসলিম প্রধান এলাকা জিনজিয়াংয়ে
রোজা রাখায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সরকারি চাকরিজীবী, ছাত্র ও শিক্ষকদের ওপর এ
নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর এএফপিও আল
জাজিরা।
জিনজিয়াংয়ের বোল কাউন্টির সরকারি ওয়েবসাইটে
নিষেধাজ্ঞা সংক্রান্ত খবরে বলা হয়েছে, চলতি
সপ্তাহে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে বলা হয়, রমজানে কেউ খাওয়া-দাওয়া থেকে
বিরত, রাত্রি জাগরণ বা ধর্মীয় কার্যকলাপের সঙ্গে
জড়িত থাকতে পারবে না।এর আগে জিনজিয়াংয়ের
জিংহে কাউন্টির খাদ্য ও ওষুধ প্রশাসনের পক্ষ থেকে
রমজান মাসে খাবারের দোকানগুলোকে খোলা রাখার
নির্দেশ দেওয়া হয়।
তবে ধর্মীয় মাস উপলক্ষ্যে চীন সরকারের মানবাধিকার
সংস্থাগুলো এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে। এ
ধরনের সিদ্ধান্তকে বর্ণবাদী বলে মন্তব্য করেছে তারা।
এদিকে তারবাগতয় (তেচাং) শহরের শিক্ষা ব্যুরো
রমজানে শিক্ষার্থীদের রোজা রাখা, নামাজ পড়াসহ
ধর্মীয় কার্যকলাপ থেকে বিরত রাখতে স্কুল
কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছে। জিনজিয়াং
শিক্ষা ব্যুরোও তাদের ওয়েবসাইটে এ ধরনের নির্দেশনা
জারি করেছে।
কিয়েমো কাউন্টি কর্তৃপক্ষ স্থানীয় মুসলিমদের
জানিয়ে দিয়েছে, রমজান মাসে সামাজিক
স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত তল্লাশি
চালানো হবে।ইয়েলি গ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে,
রমজান মাসে মসজিদে নামাজ পড়তে আসা ব্যক্তিদের
পরিচয়পত্র নিরীক্ষা করা হবে।
চীনে বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।
এই মাসে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত
খাওয়া-দাওয়া, অশ্লীলতা-পাপকার্য ও যৌন মিলন
থেকে বিরত থাকে।
মুসলিমদের ধর্ম পালন থেকে দূরে রাখতেই এ ধরনের
নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে
ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস। প্রতি বছরই স্থানীয় প্রশাসন এ
ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে থাকে বলে উল্লেখ
করেছে সংস্থাটি।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে
নাস্তিক্য মতবাদ ধারণ করে। উইঘুর মুসলিমদের বসবাস
করা জিনজিয়াং প্রদেশে কয়েক বছর ধরেই ধর্ম পালনে
নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে আসছে।

সূত্রঃ http://www.jugantor.com/mobile/current-news/1


যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন। এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৫ রাত ১১:৫২

প্রামানিক বলেছেন: চীনের সরকার যে কি মনে করে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.