![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♩♩জীবনে ত্যাগ থাকা ভালো তবে তা যেন অর্থবহ হয় _ মিল্টন
একদা একব্যাক্তি ছিল নাম তার নুরুল হুদা । সবাই তাকে ডাকতো নুরু কানা বলে । সে ছিল এক গ্রামের উচ্চ শিক্ষিত কিন্তু বেকার । তার গ্রামের প্রথম এমএসসি সে । সে চোখে একটু কম দেখতো । আর ছিল নীতিবান । বাবা ছিল না । তার মাও ছিল না । ছিল না তার পকেটে টাকা । দিনে ২বেলা না খেয়ে ১বেলা খেত । ক্ষুধার জ্বালা সইতে না পেরে সে ভ্যান চালাতো । তার সাথের অনেক বন্ধুরা তার থেকে দুরে সরে যেতে লাগলো । সেও মুখবুজে তার বন্ধুদের থেকে দুরে থাকলো । একসময় এমন ছিল তার পকেটে ২ টাকা থাকলে ২টাকায় সে তার বন্ধুদের খাওয়াতো কিন্তু অভাবের সময় বন্ধুদের সে চিনতে ভুল করল না । একদিন সে ভ্যানে চালিয়ে বাসায় ফিরে দেখে তার বাসার ভিতরে কোন আলো নেই । তেল ছিল যা দিয়ে প্রদিপ জ্বলতো তাও শেষ । তার রুমে কিছু কেমিক্যাল ছিল তা দিয়ে অনেক ভেবে ভেবে চাঁদের আলোই লাইট আকারের একটা নতুন উত্ভাবনি লাইট তৈরি করে ফেললো । সেই রাতে সে ঘুমিয়ে পড়লো । সকালে উঠে ভ্যানটা দিয়ে যাবে এমন সময় দেখে ভ্যানের চেইনটা নষ্ট হয়ে গেছে । সে মন খারাপ করে বাসা থেকে বের হয়ে দোকানের সামনে গিয়ে বসে টিভি দেখছে । টিভি তে বিঙ্গান ও প্রযুক্তির একটা খবর চলছে । এমন সময় সে দেখলো অনেক ভারিতে সূর্যের আলোর মাধ্যমে সোলার দিয়ে বিদুত্ চলছে । এমন সময় সে ভাবলো যে তার ভ্যানে সোলার লাগিয়ে সূর্যের আলো দিয়ে ভ্যান চালাবে । কিন্তু সোলারের তো অনেক দাম । সে তার মায়ের দাওয়া একমাত্র আংটিটা বিক্রি করে দিল তাতেও কিছু টাকার ঘারতি । সে এইদিকে ফরমুলা নিয়ে ভাবে আর টাকার জন্যে অনেক বন্ধু অনেক লোকের কাছে ছুটলো কিছুতেই কাজ হলো না । শেষে তার শরীরের রক্ত বিক্রি করে সে সোলার কিনলো এবং তার ফরমুলা কাজে লাগলো । এই ভ্যান চালালো এবং মানুষ দেখে বলল এ এমন কি এইটা তো সবাই পারে । একদা এক বিদেশি তার গ্রামে প্রাচিন নিদশন দেখতে আসে এবং তার ভ্যানে চড়তে গিয়ে দেখে এই অবস্থা । তারপর সে রীতিমত অবাক । তার দেশে কেউ এইরকম জিনিস তৈরি করতে পারেনি সে তৈরি করে ফেললো । বিদেশিটা নুরুর বাসায় যাওয়ার ইচ্ছা প্রদশন করে । নুরু ভাবলো তাকে নিয়ে গিয়ে খাওয়াবে কি । তারপরও সে তার বাসায় দিয়ে গেল । গিয়ে বিদেশিটা অবাক । তার তৈরি করা জিনিস দেখে তাকে বিদেশ নিয়ে যেত চাইলো কিন্তু দেশকে ভালবাসে বলে নুরু গেল না ।
৩ বছর পর দেশের একমাত্র বিঙ্গানি যিনি আবিষ্কারে নোবেল পেলেন তিনি হলেন নুরু । তিনি তার বক্তব্যে তার গ্রামের মানুষ আর তার বন্ধুদের কথা বললো । তাকে তার বন্ধুরা অনেক সাহায্য করেছে এইটাও বলল ।
আসলে সত্যি বন্ধুদের অনেক অবঙ্গা পাইছি সে । আর এইটাই তার বড় সাহায্য হিসেবে কাজ করেছে ।
পরিশেষে বলতে হয় আমাদের বদ্ধুদের মাঝে অনেক নুরু আছে যারা একদিন নুরু বিঙ্গানি হয়ে যেতে পারে । তাই কাউকে অবঙ্গা না করি । কার মাঝে কি আছে এইটা তো কেউ জানে না ।
৩ বছর পর দেশের একমাত্র বিঙ্গানি যিনি আবিষ্কারে নোবেল পেলেন তিনি হলেন নুরু । তিনি তার বক্তব্যে তার গ্রামের মানুষ আর তার বন্ধুদের কথা বললো । তাকে তার বন্ধুরা অনেক সাহায্য করেছে এইটাও বলল ।
আসলে সত্যি বন্ধুদের অনেক অবঙ্গা পাইছি সে । আর এইটাই তার বড় সাহায্য হিসেবে কাজ করেছে ।
পরিশেষে বলতে হয় আমাদের বদ্ধুদের মাঝে অনেক নুরু আছে যারা একদিন নুরু বিঙ্গানি হয়ে যেতে পারে । তাই কাউকে অবঙ্গা না করি । কার মাঝে কি আছে এইটা তো কেউ জানে না ।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
মো আলমগীর হাসান কাজল বলেছেন: ধন্যবাদ
২| ০৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আরো চেষ্টা করলে ভালো লিখতে পারবেন। আমার নিজের ব্লগটা একটু ঘুরে আসুন।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২
মো আলমগীর হাসান কাজল বলেছেন: ধন্যবাদ
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:১১
স্বপ্নীল পরান বলেছেন: চেষ্টায় সফলতা আসে………
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
মো আলমগীর হাসান কাজল বলেছেন: হুম চেষ্টা করলে মানুষ কিনা পারে কিন্তু মন থেকে অলসতা দূর করে চেষ্টা করতে হবে ।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৬
ভিটামিন সি বলেছেন: দাদা, বিষয়টা কিন্তু মজার ছিল। কিছু বানানের দোষে দুষ্টু হয়ে গেছে। এই ভারিতে - এখানে হবে "বাড়িতে", তারপর ঘারতি- এটা হবে "ঘাটতি/কম)। ঘাটতি বা কম দুইটা ভিন্ন শব্দ, অর্থও ভিন্ন। তাই বাক্যে এদের প্রয়োগও ভিন্ন হয়। আমার মনে হয় আপনার লেখায় "ঘারতি" এর জায়গায় "কম" ব্যবহার করা যৌক্তিক হবে। কারণ ঘারতি বা ক্ষতি হয় ব্যবসায় - বিনিয়োগে ঘারতি হয় না।
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
মো আলমগীর হাসান কাজল বলেছেন: আমি দুঃখিত দাদা । আসলে কিছুটা বানান ভুলে লেখাটা একটু অসম্মানিত হয়েছে । চেষ্টা করবো এর পর যেন এমন ভুল না হয় । আর ভুল ধরিয়ে দাওয়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ । মানুষ ভুল থেকেই শিক্ষা অর্জন করে ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৭
রাফা বলেছেন: আপনার লেখার চেষ্টা ভালো লাগলো।তাই কমেন্ট করলাম।
লিখতে থাকুন সেই নুরুর মত একদিন আপনিও ভালো কিছু লিখে কোন একটা পুরস্কার নিয়ে আসবেন আমাদের জন্য।