নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রত্যয় নিয়ে সামনে চলা

শান্তির বার্তা

হভয

শান্তির বার্তা › বিস্তারিত পোস্টঃ

আহ! কি করুণ

২৩ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৭

সি এন জি তে চেপে বসছি একটু আগে । এই

যন্ত্রটি তীব্র গতিতে ছুটে চলছে গন্তব্য

অভিমুখে । রাস্তা প্রায় জানশূন্য । সাধারণত এই

রাস্তাটি এতো শূন্য থাকে না । একজন পথিক কান

ভারি করলো যে, রাস্তায় এক্সিডেন হইছে । তাই

রাস্তা এতো জনমানব শূন্য ।

প্রভাত বেলায় আম্মুর সাথে ফোন আলাপ হলো ।

তিনি বললেন, "একটু বাসা থেকে বেড়িয়ে যা ।

পরীক্ষা শুরু হলে তো আর আসতে পারবি না ।"

আমার সম্মুখে পরীক্ষার পড়া গিজ গিজ করছে,

তাই একটু অস্বস্থি বোধ করলাম । কিন্তু আম্মুর

আদেশ, অনুরোধ বলে কথা । তাই দ্বিমত

না করে যাত্রা করলাম বাসার উদ্দেশ্যে ।

স্টেশনে এসে অনেক্ষণ অপেক্ষা করলাম কিন্তু

দূরপাল্লার কোন গাড়ি খুঁজে পেলাম না । পথিকের

কথা অনুযায় বুঝতে পারলাম যে, এক

সাথে যেতে পারবো না । ভেঙ্গে ভেঙ্গে যেতে হবে ।

তাই ছোট ভাইকে নিয়ে এই সি এন

জি তে চেপে বসলাম ।

এক্সিডেন্ট হওয়ার একটু আগের

স্থানে নেমে পড়লাম । সারা রাস্তা জ্যাম ।

স্বাভাবিক ভাবে এই জ্যাম পড়ে না । বুঝলাম,

এলাকার মানুষ অবরোধ পাকাইছে । হাঁটা শুরু

করলাম, বিপদজনক স্থানটি পার করতে ।

গাড়ি গুলোর ফাকে ফাকে হাঁটছি । একটু

সামনে চোখে পড়লো বিপদ হওয়ার স্থানটি ।

তাজা রক্ত এখনো পড়ে আছে কালো রাস্তার

পাশের মাটিতে ।অনেক কৌৎহল জাগলো মনের

কোণে । এক পথিক থেকে জানতে পারলাম,

এক্সিডেন্ট হয়ে মৃত্যুর স্বাধ গ্রহণ

করা লোকটি ছিল পথিক । ছোট সড়ক থেকে প্রধান

সড়কে উঠার সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটলো ।

আহ! কত বীভৎস । ছোট একটি পিকআপের

মাধ্যমে ঝরে গেল একটি আদম প্রাণ । এখন

কি হবে তার পরিবারের, কিভাবে তার পরিবার

মেনে নেবে এই অস্বাভাবিক মৃত্যু! আহ

কি আহাজারি ! কি করুণ । আল্লাহ

আপনি লোকটিকে জান্নাত দান করুণ । (আমিন )।

আর দাঁড়াতে পারবো না । তাড়াতাড়ি বাসায়

পৌঁছতে হবে । আমি অনুভব করলাম, আমার হাঁটু

পা কাঁপছে । গিয়ে বাসে বসে পড়লাম ।

আমি এখনো কাঁপছি এই দৃশ্য স্মৃতিপটে মনে করে ।

আর চিন্তা করছি । অনেক চিন্তা আমার

মনে প্রতিধ্বনি হতে লাগলো । কি বৈচিত্র্যময় এই

পৃথিবী! আল্লাহর কি লীলা খেলা! কার মৃত্যু কখন,

কোথায়, কিভাবে হয় কেউ জানে না ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:

স্বাগতম

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৭

শান্তির বার্তা বলেছেন: ব্লগে এটি আমার প্রথম লেখা এবং আপনার মন্তব্যটি আমার লেখায় প্রথম মন্তব্য। ধন্যবাদ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৫

শান্তির বার্তা বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.