![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যে ইন্টারনেট ব্রাউজ করছি অথবা ডাউনলোড করছি, এতে আমাদের যে খরচ হয় তা থেকে সাইট কর্তৃপক্ষ কোন Benefit পায় কি না? পেলে সিম কম্পানি কত শতাংশ পায়, সাইট কর্তৃপক্ষ কত শতাংশ পায়? এবং কিভাবে? ধরুন, সামু কর্তৃপক্ষ আমাদের ব্রাউজারের কারণে কি Benefit পায়? জানালে কৃতজ্ঞ হবো।
২| ১১ ই মে, ২০১৫ সকাল ৯:৫১
শান্তির বার্তা বলেছেন: আচ্ছা বুঝলাম, অনেক benefit পায়। কিন্তু কিভাবে? কোন পরিমাপ অনুসারে পায়? একটু বুঝিয়ে বলুন।
৩| ১১ ই মে, ২০১৫ সকাল ৯:৫৯
শাহরিয়ার নীল বলেছেন: আমিও জানতে চাই।
৪| ১১ ই মে, ২০১৫ সকাল ১১:৩৭
সাইফুর রহমান পায়েল বলেছেন: মুলত বিজ্ঞাপন থেকে আয় পায়। চিত্রে দেখানো হয়েছে। ২য় স্থানে এখনও বিজ্ঞাপন দেয়া হয়নি। তবে যে কেউ সামু কে টাকা দিলে তারা তাদের পন্যের বিজ্ঞাপন দিবে। ১ম ও ৩য় স্থানের জন্য সানসিল্ক ও ডিডব্লিউ বিজ্ঞাপন দিয়েছে।
৫| ১১ ই মে, ২০১৫ সকাল ১১:৪৮
শান্তির বার্তা বলেছেন: শুধুমাত্র বিজ্ঞাপণ থেকেই আয় হয়? অন্য কোন পন্থা নেই? একটা সাইট এতো সেবা প্রদান বিজ্ঞাপণ দ্বারা আর কতই পায়।
৬| ১২ ই মে, ২০১৫ রাত ১২:৫৪
সাইফুর রহমান পায়েল বলেছেন: আমার জানা মতে এটাই আয়। আর কিছু থেকে থাকলে আমার জানা নেই।
৭| ১২ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
ভোরের সূর্য বলেছেন: আমরা যে ইন্টারনেট ব্রাউজ করছি অথবা ডাউনলোড করছি তা থেকে কোন সাইট সাইট কর্তৃপক্ষ সরাসরি কোন টাকা পায়না কিন্তু পরোক্ষভাবে বেনিফিট পায়।
আসলে বেনিফিটের বিষয়টা সব সাইটের বিষয়ে সমান নয়। কোন কোন সাইট সরাসরি কোন ধরনের বেনিফিটই পায়না।
যেমন ধরুন গ্রামীণফোনের সাইট আপনি ব্রাউজ করছেন এ থেকে তাদের কোন ধরনের কোন বেনিফিট নাই। তারা তাদের কাস্টমারকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করছে। আবার অনেকেই গ্রামীণ ফোনের সাইট থেকে সুবিধা অসুবিধা জেনে গ্রামীণ ফোনের অফার গুলো নিচ্ছে এটাই এক ধরনের বেনিফিট।
ঠিক একইভাবে বিভিন্ন ব্যাংক তাদের ওয়েরসাইটে তাদের বিভিন্ন ধরনের প্রডাক্ট এবং সুবিধা ইত্যাদির তথ্য দিচ্ছে যা থেকে ব্যাংকের গ্রাহকরা সুবিধা নিচ্ছেন অথবা ব্যাংকের বিভিন্ন অফার দেখে নতুন নতুন গ্রাহক যুক্ত হচ্ছে। তবে এ থেকে সাইটগুলো সরাসরি কোন বেনিফিট পায়না আর আমরা যারা ডাটা কিনে ব্যবহার করছি তাদের থেকেও কোন বেনিফিট বা টাকা পায়না।
এবার আসি বিশেষ ধরনের সাইট। @সাইফুর রহমান পায়েল ভাই অলরেডী সেটা বলেছেন। বিভিন্ন রকমের সাইটে যে এ্যাডগুলো দেখা যায় সেখান থেকে সাইট কর্তৃপক্ষ টাকা পায়। যেমন প্রথম আলোর সাইটে গেলে অনেক বিজ্ঞাপন দেখবেন। সেখানে প্রথম আলো ঐ কোম্পানী থেকে টাকা নেয় নিজেদের সাইটে বিজ্ঞাপন বিক্রি করে।
তাই আমরা যেই টাকা দিয়ে ডাটা কিন্তু তা থেকে কোন বেনিফিট কোন সাইট কর্তৃপক্ষ পায়না।
১৭ ই মে, ২০১৫ দুপুর ১:১১
শান্তির বার্তা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৮| ১৭ ই মে, ২০১৫ দুপুর ১:১০
শান্তির বার্তা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৯| ৩০ শে মে, ২০১৫ দুপুর ১:২৫
প্রনীত দেব বলেছেন: thanks for information
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৫ সকাল ৯:৪৭
বনসাই বলেছেন: সাধারণভাবে কোনো ওয়েবপেজ ব্রাউজ করার জন্যে সেই কর্তৃপক্ষ কোনো অর্থ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান থেকে পায় না। তবে সাইট কর্তৃপক্ষ বেনেফিট পায় অন্যভাবে, আসলে প্রজ্ঞাবান হলে ওয়েবসাইট থেকে ভালো লাভ করা সম্ভব, অনেকেই করছে তাই। সামু, ফেসবুক, টুইটার, ইয়াহু, জিমেইল- লাভ করতে না পারলে কি শুধু শুধু গাঁটের পয়সা এখানে ঢেলে যেতো?