![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারন দরিদ্র পরিবারের কর্মজীবি ছেলে। আমি সবসময় চেষ্টা করি আমার মত দরিদ্রের পাশে থাকতে। তবে সামর্থ্য ও সময়ের জন্য হয়ে উঠে না
আমরা সবাই এদেশে জন্মেছি এদেশের নাগরিক। এদেশে বিভিন্ন উৎসব মিলেমিশে একসাথে একেঅপরের সাথে মিলেমিশে আনন্দ উপভোগ করে থাকি। তেমনি ইতিহাসের স্বাক্ষী হিসেবে আমরা বিশেষ এবং ঐতিহাসিক কিছু দিবস পালন করে থাকি, সেখানে সকলের অংশগ্রহনের কারনে তা উৎসবমূখর কখনোবা আবেগময় পরিবেশে রূপান্তরিত হয় যাকে আমরা জাতীয় দিবস হিসেবে জানি। কিন্তু সব জাতীয় দিবসই কি জাতীয় মর্যাদা পেয়েছে অথবা সমগ্রজাতীর কি অংশগ্রহন বা সর্মথন আছে? 'না। এমন কিছু দিবস আছে যা পালন করতে গিয়ে জাতি আজ দুভাগে বিভক্ত হয়ে গেছে, পথহারা পথিক যেমন পথের খোজে দিশেহারা হয়ে যায় তেমনি আমরাও সঠিক ইতিহাসের মর্মকথার সন্ধানে পথভুষ্ট হয়ে যায়। যাকিনা একপর্যায়ে সংঘর্শ রূপ নেয়। হ্যা, আমি ৭ই নভেম্বর সেই সেনা অভূথ্যানের কথা বলছি। যেটাকে ঘিরে দুপক্ষের দুই মত, একদল গনবিপ্লব ও সেনাসংহতি দিবস আর আরেকদল সেনা বিদ্রোহ ষড়যন্ত্র দিবস পালন করে থাকে। আমরা কি করবো? আবার গুরুত্বপূর্ণ ১৫ই আগষ্ট কেউবা মৃত্যুদিন বা শোক দিবস কেউবা কেক কেটে জন্মদিন বা আনন্দ উৎসব করে থাকে । এখন আমরা কি করবো,আমরা কি কেক খেয়ে কালো কাপড় লাগিয়ে বিরায়ানী খেতে যাবো? আবার ৫ জানুয়ারী কি গনতন্ত্ররক্ষা দিবস নাকি গনতন্ত্রহত্যা দিবস
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৯
mddinislam বলেছেন: আমরা জানি না কাকে সমর্থন দিবো কাকেই বা প্রত্যাক্ষান করবো?