![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারন দরিদ্র পরিবারের কর্মজীবি ছেলে। আমি সবসময় চেষ্টা করি আমার মত দরিদ্রের পাশে থাকতে। তবে সামর্থ্য ও সময়ের জন্য হয়ে উঠে না
আজ একজন হতভাগার গল্প বলবো আপনাদের কাছে। আমরা বাংলাদেশী বাংলাদেশে বসবাস করি, আমাদের দেশের অনেক গ্রাম রয়েছে এখন অন্নুত ও অবেহেলিত। দরিদ্রের বেড়াজালে আবদ্ব এমন একটি গ্রাম কুড়িগ্রামের আমিনবাজার। আর এই গ্রামের ছেলে আবুল তার বয়স ১৬।বাবা-মা, তিন বোন এর মধ্যে সবচেয়ে ছোট সদস্য আবুল। অভাবে ঘেরা বড় পরিবারে কখনো তাদের পেট ভরে তিন বেলা খাওয়া জোটেনি। লেখাপড়া তো দূরের কথা। বাবা অন্যের জমিতে হাড়ভাঙা কষ্ট করে ফসল ফলিয়ে বেশির ভাগ অংশই জমির মালিককে দিয়ে দেন। যতটুকু পান তা দিয়ে সারা বছরের খাওয়া চলে না,অন্য চাহিদা তো অসম্ভব। আবুলের মত অনেক পরিবার একই গ্রামে থাকে। একদিন আবুল দেখে তার বয়সি রহিম শহর থেকে বাড়িতে এসেছে,প্যান্ট শার্ট পড়া কেমন জেন শহরের বাবুদের মত। আবুলের কৌতূহল জাগলো কিভাবে তার মত থাকা রহিম শহরের বাবু হয়ে গেল। তাই সে রহিমের হাতের ব্যাগটা তার মাথায় নিয়ে রহিমের সাথে তার বাড়ির দিকে রওনা দেয়। যেতে যেতে পথে আবুল রহিমের সাথে আলাপ করে কি করে তার এই পরিবর্তন। রহিম তাকে বলে সেই সোনার হরিণের খোজ
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
mddinislam বলেছেন: বাকি অংশ আসছে