![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারন দরিদ্র পরিবারের কর্মজীবি ছেলে। আমি সবসময় চেষ্টা করি আমার মত দরিদ্রের পাশে থাকতে। তবে সামর্থ্য ও সময়ের জন্য হয়ে উঠে না
রহিম দ্বারা আবুল জানতে পারে ঢাকা শহরে নাকি অনেক টাকা। এখানে এসে কাজ করলে নাকি অনেক টাকা পাওয়া যাবে যা দিয়ে সে তিনবেলা পেট ভরে খেতে পারবে,সংসারে অন্যখরচ মিটাতে পারবে। সুখের চিন্তা করে মনে মনে আবুল ভাবে "রহিমতো সত্যিই বলছে ওর অবস্থা সত্যিই পাল্টে গেছে। আবুল রহিমের হাত ধরে অনুরোধ করলো "ভাই তোর সাথে আমায় নিয়ে যানা। আমি চিরকাল তোর কাছে ঋনী থাকবো।রহিম আবুলকে আশ্বস্ত করলো "ঠিক আছে আমি তোকে নিয়ে যাবো। আমি তিন দিনের জন্য বাড়ি এসেছি তিনদিন পর আবার চলে যাবো সেদিন তুই আমার বাড়িতে চলে আসিস। আবুল সেদিন এর মত বাড়িগেল। বাড়িতে গিয়ে আবুল চিন্তা করে ঢাকাতো যাবে কিন্তু টাকা পাবে কোথায়। তার বাবার কাছে তো কোন টাকা পয়সা নাই তাহলে টাকা পাবে কোথায়? আবুল ভাবলো তার বাড়িতে কিছু গাছ আছে যাকিনা তার বাবা ঘর তৈরির জন্য গুছিয়ে রেখেছিল।
©somewhere in net ltd.