নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

মো:হাবিবুর রহমান(হাবিব)

আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।

মো:হাবিবুর রহমান(হাবিব) › বিস্তারিত পোস্টঃ

পরকীয়া!;সামাজিক আতঙ্কের আরেক নাম!

২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭

পরকীয়া!;সামাজিক আতঙ্কের আরেক নাম!


বিবাহিত কোন পুরুষ বা মহিলার, বিবাহ বহিঃভূত অন্যকোন
পুরুষ বা মহিলার সাথে প্রেম বা অনৈতিক যে কোন সম্পর্ককে
পরকীয়া বলে। এটি সামাজিক ভাবে অত্যন্ত ঘৃণিত, আইনগত
ভাবে অবৈধ এবং ইসলামের দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ।
অধিকাংশ ক্ষেত্রে পারিবারিক কলহ, বিবাহবিচ্ছেদ এবং বিভিন্ন
সামাজিক অপরাধের নেপথ্যের কারণ এই পরকীয়া প্রেম।

আধুনিক সমাজে এটি খুবই পরিচিত এবং মারাত্নক আতঙ্কের
একটি নাম। যার যের ধরে প্রতিনিয়ত বাড়ছে পারিবারিক
কলহ, খুন-গুমের মত বিভিন্ন অপরাধ। আর এইঅপরাধ
প্রবণতার ক্রমাগত বৃদ্ধির কারণে বাড়ছে স্বামী-স্ত্রীর মাঝে
সন্দেহপ্রবণতা এবং স্বাভবিকতই পালাচ্ছে দাম্পত্য সুখ নামক
বস্তুটি।

পরকীয়া প্রেমের কারণ অনুসন্ধানে জানা যায়- নৈতিক
মূল্যবোধের অবনতি, ভিনদেশীয় অপসংকৃতির অবাধ প্রদর্শণ
এবং ধর্মীয় সুশাসনে সমাজ পরিচালিত না হওয়া। একটা সময়
দারিদ্রের চরম কষ্ট সত্ত্বেও বাঙালি পরিবারগুলোতে সুখের
কোন ঘটতি ছিলো না কিন্তু আজ দারিদ্রসীমা অতিক্রম করেও,
পারিবারিক অশান্তি আর অ-সুখের ছায়ায় ছেঁয়ে যাচ্ছে অধুনিক
পরিবারগুলো। তাই এখনই সময় এই মারাত্নক আতঙ্কের কবল
থেকে সমাজকে রক্ষা করার।

বিশ্লেষণ মতে, পরকীয়ার আগ্রাসণ থেকে সমাজকে রক্ষা করার
জন্য ধর্মীয় সুশাসণ প্রতিষ্ঠার মাধ্যমে নৈতিক মূল্যবোধের
উন্নয়ণ, জন সচেতনতা এবং কঠোর সামাজিক আইন
গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও
পারবারিক ভাবে পর্যাপ্ত সময় কাটানো,পরিবারের সদস্যদের
নিয়ে বেড়াতে যাওয়া, বিভিন্ন সামাজিক অনুষ্ঠাণগুলোতে
সকলের আড্ডা দেওয়া ইত্যাদির মাধ্যমে শক্ত পারিবারিক
বন্ধণ তৈরি করে সামাজিক এই ব্যাধিটিকে রোধ করা সম্ভব।।


লেখাটি সম্পূর্ণ আমার নিজের বিশ্লেষন, অনুধাবন আর ক্ষুদ্র মস্তিস্কের উপলব্ধি মাত্র। তাই এটি দ্বারা কারো অনুভুতি অাঘাত প্রাপ্ত হলে আন্তরিক ভাবে ক্ষমা করবেন।
লেখাস্বত্ত্বঃ হাবিব রহমান।
ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৫

আবু তালেব শেখ বলেছেন: পরকিয়া এমন এক সম্পর্ক যেটা সহজে কেউ বর্জন করে না। আপনি যে প্রতিকারের কথা বলেছেন পরকিয়ার আসক্ত লোকেরা এর ধার ধারে না

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুম দাদা এটাও ঠিক। কিন্তু এখন থেকে কেউ যদি এইসব ধার ধেরে চলে.. হয়তো পরবর্তিতে দু’একটা্ ঘটনা ও হয়তো কমতে পারে.।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাকাশ সাংস্কৃতির কুপ্রভাব - পরকিয়া।

অনেক সুন্দর সংসার ধ্বংস করে ফেলেছে এই পরকিয়া।

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: আরো অনেক সুন্দর সংস্যার ধ্বংস করবে.. সম্ভাবণা দেখছি।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:


রাষ্ট্রীয় ও সামজিক অবিচার, অর্থনীতি, ক্রমাগতভাবে ১ কোটী পুরুষের বিদেশে অবস্হান, খাদ্যে হরমোন, পর্ণ, অকারণ টেলিফোন, পারিবারের অসৎ আয় ইত্যাদি পরকিয়ার কারণ

২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুম দাদা.. যথার্থই বলেছেন.। ওগুলোও কারণ.

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা!রে যদি আমি পরকীয়া করতে পারতাম :P
আমাদের দেশের পরকীয়ার জন্য বেশি দায়ী ভারতীয় সিরিয়ালগুলো ।
কোনও মত সন্ধে ছয়টা সাটতা বাজলেই হল রাত ১১টা পযন্ত নারীদের জন্য আর টেলিভিশন দেখা যায় না। =p~

২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: আহারে ! হাসু মামা.। আপনার ইচ্ছাটা অপূর্ণই থাকুক.। অার তারা এখন শুধু ৭ টু ১১টা ই দেখে না.কোন পর্ব মিস হলে নেট থেকে দেখে নেয়.. আহারে গেবন

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বিদেশি সিরিয়ালগুলোতে এসব খুব ভালভাবে শেখানো হয়..........

২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: এটাই ওইসব সিরিয়াল গুলোর মার্কেট স্ট্যাটাজি.. মজার ব্যাপার হচ্ছে সবাই তাদের কুপ্রভাব জানে! কিন্তু জরিপে দেখা যায় দিন দিন তাদের দর্শকপ্রিয়তা বাড়ছে! ইডার কারণ কিতা??

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: পরকিয়ার ১০১ কারনের মধ্যে ধর্মীয় অনুশাষনের অভাব অন্যতম।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুম।. তাহলে ইডার নিরষণ করার উপায় কিতা??

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি বিদেশে পড়ে থাকবেন, আর আপনার স্ত্রী দেশে পরকীয়া করবে না এটা ভাবাটাই একটা বেকুবি। চাঁদগাজী ভাই সঠিক ভাবেই পরকীয়ার কারণ নির্ণয় করেছেন (৩নং কমেন্ট)।

২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: আপনার মন্তব্যের সাথে একমত নাহ! আমাদের দেশের একটা মোটা রেমিটেন্স আসে এই প্রবাসিদের আয় থেকে। আর দেশে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় মানুষ বিদেশে ভাগ্য উন্নয়ণের ঘাম ঝড়ায়।

স্বামী/স্ত্রী বিদেশে থাকলেই পরকীয়ায় জড়াবে.. এই ভেবে কি তাহলে দেশেই দিনমজুর খাটতে হবে সেই সব প্রবাসি শ্রমিকদের??

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

খসরুল আলম বলেছেন: সবাই জানে পরকিয়া খারাপ কিনতু কিভাবে যে জড়াই যায়!

২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুম.। খারাপ জিনিসগুলো মানুষ খারাপ হিসেবেই জানে, কিন্তু মানার সময় তাদের নেই। তারা বিবেকের তারণায় চলে না, চলে অশ্লিল আবেগের জোয়ারে.।

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: একদম বাস্তব লিখেছেন।

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫০

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: ধন্যবাদ দাদা.

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

শামচুল হক বলেছেন: চাঁদগাজী ভাই ঠিকই বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.