![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।
রোজ; এই এতো এতো জীবন নড়েচড়ে ওঠে
এই এতো এতো ভ্রুণের ভিড়ে।
এই এতো এতো জীবন, জিবনের মিছিল।
মিছিলে মৃত্যু, আবার থেমে যায় জীবন।
জীবনের নড়াচড়া।
ভোর হলে এই ছুটে চলা জীবন
জীবনের গন্তব্যে মাঝ পথেই থেমে যায়
পথের শুরুতেও কি থেমে যায় না?
সময় এক চলন্ত এসকেলেটর,
আমি উঠে দাড়াই, দাঁড়িয়েই উঠে যাই
যাদের আরো একটু বেশি তাড়া
চলন্ত এসকেলেটরেও তারা দৌড়ে চলে!
জীবনও কি দৌড়ে চলে না?
এসেকেলেটর চলে, আমরা চলি
জীবনও চলে তার নিয়মে!
একটি জীবনে তিন তিনটে গতি-
শেষ গন্তব্যে পৌছাতে কি
খুব বেশি সময় লাগার কথা?
অল্প সময়ের পথ,
কত পাথেয় কুড়াণোর প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু!
অথচ আমরা?
জীবনের এসকেলেটরে দাঁড়িয়ে-
সবুজ দূর্বাঘাসের উপর দুটি ঘাসফুল ফুঁটে আছে
কদম গাছের ডালটায়, দুটি কবুতর চুমু খাচ্ছে
কুকুর দুটি সংগম সংযত করতে না পরে রাস্তায় নেমে আসছে,
আমরা আড় চোখে তােকিয়ে ফিক করে হেসে, বাঁ দিকে ফিরে
মজা নিতে নিতে- পাথেয় কুঁড়াতে ভুলে গেছি।
গন্তব্যে যখন পৌঁছাবে-
কেউ কি এক তোঁড়া ফুল নিয়ে এসে বলবে?
আপনার সাম্রাজ্যে আপনাকে স্বাগতম
এ সকলই আপনার মনের বিপরীতে যুদ্ধ জয়ের এনাম।
নাকি বাম হাতে জলন্ত আগুনের শিলা টা দিয়ে বলবে,?
তুই আমানতের খেয়ানতকারি, তুই প্রতিশ্রুতি ভঙ্গকারী-
লেখকঃ হাবিব রহমান।
ঢাকা।২৩/৩/১৮
২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯
মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা।
বহু জিবনের কিচিরমিচির তবু মৃত্যুর মত্ততা, কিছু একটা উদাস আবেগ তাদের গ্রাস করে। ভালো বলছেন
২| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল কবিতা হয়েছে। কিন্তু কবিতায় তেজ খুজে পেলাম না।
২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০২
মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: সব কথা কি তেজ দিয়ে বললে আমরা মানি?? কিছু কথা থাকে না? একটু নরম সুরে, তুলতুলে ঠোঁটে আস্তে আস্তে বললেও আমাদের হৃদয়ে গেঁথে যায়.। আমি সেই গেঁথে যাওয়া নরম কথাগুলো খুঁজি, খুজে চলেছি.
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৯
সঞ্জীব ব্যানার্জী বলেছেন: যথার্থই বলেছেন! বহু জিবনের কিচিরমিচির তবু মৃত্যুর মত্ততা, কিছু একটা উদাস আবেগ তাদের গ্রাস করে। সুন্দর কবিতা ।