![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।
"বুকের গভিরে জমে থাকা কষ্টগুলোই এক সময় ঘাতক হয়। তারপর শ্বাসরুদ্ধ করে খুন করে ফেলে সমস্ত ভালো লাগা, পছন্দ, শখ-আহ্লাদ। জন্মায় পৃথিবীর প্রতি অনাগ্রহ, মানুষের প্রতি এবং সমস্ত সম্পর্কের প্রতিও।
কষ্টথেকে জন্ম নেয়া এই ঘাতকটি বড় অদ্ভুদ, বড় বেপরোয়া, মারাত্মক। কষ্টথেকে জন্ম নেয়া এই ঘাতকটিকে শক্তি যোগায় একাকিত্ব, আরো বেপরোয়া হবার সাহস দেয় মানসিক অশান্তি।
তারপর কোন একদিন, ঘাতকটি তার নিজের সত্ত্বকেই খুন করতে করতে, খুন করে ফেলে একটি রক্ত-মাংসের শরীরকে।
তারপর আরো বেশি কষ্ট, আরো অশান্তি নিয়ে উন্মাদ হয়ে চারদিক ছুটতে শুরু করে অশরীরী ওই মহাঘাতক।
আজকাল নিজের ভেতর সেই মহাঘাতকের অস্তিত্ব টের পাচ্ছি
হাবিব রহমান।
ঢাকাঃ ২৮/৩/১৮।
©somewhere in net ltd.