![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।
এই পৃথিবীতে যারা সহজ ভাবে চিন্তা করে, সহজ করে ভাবতে জানে- মানুষ তাকে ভালোবাসে সাবলিল ভাবে। হৃদয়ের গভির থেকে। মানুষ তাকে বিশ্বাস করে তর্কের উর্দ্ধে গিয়ে।
কিন্তু যারা বিশ্লেষণের বিভাজণে যুক্তি খুঁজে বেড়ায়, সহজ বিষয়ের পেছনে ভিন্ন কোন বিষয় আছে কিনা তার প্রতিই নজর দেয় বেশি-তারা মানুষের সাবলিল ভালোবাসাটা একটু হলেও কম পাবে। তর্কে যাবো না কারণ বলি-সেই সব মানুষের কাছে মানুষ একান্ত অনুভূতি গুলো শেয়ার করতে দ্বিধা বোধ করে, হয়তো যুক্তিবাদি মানুষটি ওগুলো যুক্তির ফ্রেমে ফেলবে। অথবা কথাটিকে আগের নানা কথার সাতে মেলাতে টাইম সিরিজ এনালাইসিস করবে। ডেভিয়েশন বিচার করে বিশ্বাস করবে অথবা করবে না । তাই এদের সাথে অনেক মানুষই সহজ ভাবে সবকিছু ভাগাভাগি করতে পারে না অথবা বলতে গেলে করে না।
কিন্তু ভালোবাসাটা ভাগাভাগির সাথে সম্পকৃত। কার সাথে কত বেশি সময়, কতবেশি অনুভুতি অথবা অন্য যে কোন কিছু যতবেশি ভাগাভাগি করা হয় তার সাথে সম্পর্কটা তত বেশি মজবুদ। এটা স্বাভাবিক। আর এই কারণেই বাবা-মা সাথে আপনার সবচেয়ে মজবুদ সম্পর্কটা হয় কারণ ছোট্ট ভ্রুণ থেকে লম্বা একটা সময়ের ভাগ এবং শতভাগ খাটি অনেক অনুভূতির ভাগাভাগি হয় আপনার সাথে। তাই বলাই যায় সম্পর্কের দৃঢ়তা ভাগাভাগির উপর ডিপেন্ড করে।
আচ্ছা, বলতে আসছি একটা চলে গেছি অন্যখানে। যা বলতে ছিলাম যারা সহজ ভাবে চিন্তা করতে জানে, সহজ করে ভাবতে জানে তারা মানুষের সাবলিল ভালবাসা পায় অনেক বেশি। যা আসে হৃদয়ের গভির থেকে যাকে অকৃত্রিম বলি। চলেন সহজ করে ভাবতে শিখি..
১৪ ই মে, ২০১৮ রাত ৯:০৬
মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুম হয়ত ঠিক বলছেন। কিন্তু কঠিন করে ভাবাটা কি সহজ??
২| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:২২
রাজীব নুর বলেছেন: লেখাটা ভালো লেগেছে।
১৪ ই মে, ২০১৮ রাত ৯:০৫
মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: ধন্যবাদ জানবেন
রাজীব নূর দাদা।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৮ বিকাল ৪:২২
অর্থনীতিবিদ বলেছেন: সহজ করে ভাবাটা খুব সহজ কাজ নয়।