নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যাদুর ঢাকার শহরে মাঝে মাঝেখুব একাকিত্ব গ্রাস করে আমায়।।একঘেয়ে পৃথিবীর প্রান্তরে বেদনার নীল জলে নিজেকে ডুবিয়ে-ভাবি, কোনদিন আমিও কি #মহেশ গল্পের #গফুর হবো।

মো:হাবিবুর রহমান(হাবিব)

আমি আছি ব্যাক বেঞ্চার, আর কিছু ভাবনা আছে নিঃসঙ্গ। কিছু কথা আছে কাউকে বলতে না পারার- সেগুলো বলতেই আমার কিবোর্ড চাপাচাপি.।...।

মো:হাবিবুর রহমান(হাবিব) › বিস্তারিত পোস্টঃ

একাকিত্বের পঙতিমালা-০১

১৪ ই মে, ২০১৮ রাত ৯:৫৫

আকাশ ভালোবাসি না-
তাই বলে কি তৃষ্ণা পেলে জল পাবো না?
তাই বলে কি নীল চাদরের নীল পাবো না?

কোথাও যদি ঠাঁই না মেলে
একটু খানি ঠাঁই পাবো না?
কোথাও যদি শান্তি না পাই..

কোথাও যদি সঙ্গি না পাই
একটু খানি সঙ্গ পাবো না?
কোথাও যদি আস্থা না পাই..

আকাশ ভালোবাসি না-
তাই বলে কি কষ্ট পেলে নীল পাবো না?
তাই বলে কি রংধনুকের রঙ পাবো না?

(আজকাল খুব একা একা লাগে এই কোটি মানুষের শহরে। যা কিছু ভুল পিছে, কুঁড়ে কুঁড়ে খায় সারাদিন। একটু আলাদা হতে চেয়ে মনে হয় খুব বেশি ভিন্ন রকম হয়ে গেছি। গভির ভাবে চিন্তা করতে গিয়ে আনন্দের ভাষা হারিয়ে ফেলেছি, আদর্শ আচারণ করতে গিয়ে বেপরোয়া উল্লাস ভুলে গেছি। এখন শুধু মনে হয় জোড় করে নিজেকে বদলানোর কোন দরকার ছিলো না, তাহলে এতো সাইডইফেক্ট ভোগ করতে হতো না। বয়সের সাথে যে স্বাভাবিক পরিবর্তন সেটাই যতেষ্ট। অযথাই দূরত্ব হয়, অভিমান হয়।)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:২০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কি ম্যান?
এত আবেগ কেন???

একটা কবুতর পোস্ট করে হাওয়া হয়ে গেলে চলবে। আড্ডা দিতে হবে।
নাচ দেখুন Soja Zara( Baahubali 2)

১৪ ই মে, ২০১৮ রাত ১১:৪৭

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হাওয়া হই নাই, মুভি দেখতে চাইছিলাম ..
আড্ডা দিতে ক করতে হবে ভায়া?।

২| ১৪ ই মে, ২০১৮ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: লিখেছেন বেশ। আমরা ব্লগার রাজীব একা নৈ।

১৪ ই মে, ২০১৮ রাত ১১:৪৯

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: ধন্যবাদ জানবেন। সবাই একা ই.

৩| ১৫ ই মে, ২০১৮ রাত ১২:২৭

মনিরা সুলতানা বলেছেন: বেশ লিখেছেন ।

১৫ ই মে, ২০১৮ রাত ৮:৩৮

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: ধন্যবাদ জানবেন #মনিরা সুলতানা আপু..

৪| ১৫ ই মে, ২০১৮ রাত ১:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওরে ভাই যা ভাল লাগে তাই করতে হবে!

খাওয়া দাওয়া, ঘোরা, মুভি, গান।
সময় পেলে ব্লগে অন্যের লেখা পড়া, মন্তব্য করা, সমবয়সীদের সাথে গল্প করা......;)

১৫ ই মে, ২০১৮ রাত ৮:৪০

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: হুমম. দাদা ভালো বলছেন। তাই জন্যে আজকে ঘুড়ে আসলাম- মুক্তিযুদ্ধ জাদুঘর। ঢাকায় থাকি অথচ কখনও যাওয়া হই নাই, তাই আক্ষেপ টা মাটি চাপা দিলাম। বহুত কিছু দেখলাম, খুব ভালো একটা সময় কাটলো।

৫| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

১৫ ই মে, ২০১৮ রাত ৮:৪১

মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: রাজিব দাদা ধন্যবাদ জানবেন। আপনার থেকে অনুপেরণা মেলে.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.