![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার শিক্ষয়িত্রী ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে বড় বড় করে লিখলেনঃ
“এই বাক্কটির ভীতরে দুইটি ভুল আছে”
তারপর ছাত্র-ছাত্রীদের জিজ্ঞেস করলেন ভুলগুলি কি কি ?
আপনারা বলতে পারেন ভুলগুলি কি কি ?
উত্তর জানতে এখানে ক্লিক করুন ।
[ বিঃ দ্রঃ - অনুগ্রহ করে উত্তর দেখে উত্তর লিখবেন না । ]
২৪ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫১
দিগন্তে হাসি বলেছেন: হইছে !!! মানে এক---কারে ঠিক ।
আমীতো ভাবতাচী আপনার কাছে বা-ঙ-লা শিখুম ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০১
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আমি পাড়ি, আমি পাড়ি
'বাক্ক' হবে -বাক্কো
'ভীতরে' তে দুইটা ভুল - এইটা হবে ভিতোড়
হইছে ?
এত্ত সোজা জিনিস কেউ দ্যায়? কঠিন একটা দেন দেখি
২৪ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩০
দিগন্তে হাসি বলেছেন: লেখক বলেছেন: হই নাই । তয় চেষ্টা করার জন্য ধন্যবাদ ।
Click This Link
৩| ২৪ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৯
লিপিকার বলেছেন:
প্রথমত, “বাক্ক” বানান ভুল , “বাক্য” হবে ।
দ্বিতীয়ত, “ ভীতরে” বানান ভুল, “ভিতরে “ হবে ।
তৃতীয়ত, বাক্যটিতে তিনটে নয়, চারটি ভুল রয়েছে ।
চতুর্থত, “ভুল” শব্দটি বাক্যটির মধ্যে আছে ।
সুতরাং বাক্যের মধ্যে এই “ভুল” শব্দটিসহ মোট চারটি ভুল আছে ।
বি:দ্র: আমি উত্তর দেখিয়া উত্তর লিখিনাই
২৪ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫১
দিগন্তে হাসি বলেছেন: উত্তর না দেখিয়া উত্তর লিখার জন্য ধন্যবাদ । সঠিক হয়েছে ।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৪
অক্ষর বলেছেন: আমিও পারি
প্রথমত, “বাক্ক” বানান ভুল , “বাক্য” হবে ।
দ্বিতীয়ত, “ ভীতরে” বানান ভুল, “ভিতরে “ হবে ।
তৃতীয়ত, বাক্যটিতে তিনটে নয়, চারটি ভুল রয়েছে ।
চতুর্থত, “ভুল” শব্দটি বাক্যটির মধ্যে আছে ।
২৪ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫২
দিগন্তে হাসি বলেছেন: আপনাকেও ধন্যবাদ । হইছে ।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২৭
বৃত্তবন্দী বলেছেন: আমিউ ফাড়ি
প্রথমত, “বাক্ক” বানান ভুল , “বাক্য” হবে ।
দ্বিতীয়ত, “ ভীতরে” বানান ভুল, “ভিতরে “ হবে ।
তৃতীয়ত, বাক্যটিতে তিনটে নয়, চারটি ভুল রয়েছে ।
চতুর্থত, “ভুল” শব্দটি বাক্যটির মধ্যে আছে ।
সুতরাং বাক্যের মধ্যে এই “ভুল” শব্দটিসহ মোট চারটি ভুল আছে ।
বি:দ্র: আমি উত্তর দেখিয়া উত্তর লিখিনাই
২৪ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৪
দিগন্তে হাসি বলেছেন: একি !!! সকলে পারে । নকল হয়েছে নাকি ?
ধন্যবাদ ।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪০
আশরাফ৪৫৯ বলেছেন: আমি ফারতাম্মা।
২৪ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৫
দিগন্তে হাসি বলেছেন: সত্য বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
ধ------------------------------ন্য-----------------------বা---------------------দ
৭| ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২০
ধইঞ্চা বলেছেন: কি সব আজাইরা কাজ, তাও আবার বাংলা নিয়া।
bloody language
২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০০
দিগন্তে হাসি বলেছেন: কন কি ? বড়ই ডর পাইছি । কমেন্ট না কিন্তু ছবি দেইখা ।
৮| ০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৯
নিবিড় অভ্র বলেছেন: লিপিকার বলেছেন: অক্ষর বলেছেন:বৃত্তবন্দী বলেছেন:
প্রথমত, “বাক্ক” বানান ভুল , “বাক্য” হবে ।
দ্বিতীয়ত, “ ভীতরে” বানান ভুল, “ভিতরে “ হবে ।
তৃতীয়ত, বাক্যটিতে তিনটে নয়, চারটি ভুল রয়েছে ।
চতুর্থত, “ভুল” শব্দটি বাক্যটির মধ্যে আছে ।
সুতরাং বাক্যের মধ্যে এই “ভুল” শব্দটিসহ মোট চারটি ভুল আছে ।
বি:দ্র: আমি উত্তর দেখিয়া উত্তর লিখিনাই
০৩ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৩
দিগন্তে হাসি বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৯| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৮
জেসন বলেছেন: @ লিপিকার: এত পিচ্চি হইয়া এত পারফেক্ট উত্তর দিলেন, ভবিষ্যত ভাল।
১০| ০৫ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৯
জেসন বলেছেন: বুদ্ধি খাটানোর প্রশ্ন আরো দেন।
০৯ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:১০
দিগন্তে হাসি বলেছেন: ধন্যবাদ জেসন ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৭
নিশাচর বলেছেন: আমী পাড়বো।
এক লাম্বার অইলো- "এই" - হবে "এঈ"
দুই লাম্বার অইলো- "তিনটি"- হবে " তীণটি"
তীণ লাম্বার অইলো- "আছে" -হবে "য়াচেঁ"
অইচেঁ ণা ?