|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
একটু কম মূল্যে, একটু সাশ্রয়ী দামে ভাল মানের পছন্দের জিনিস কে না চায় ? 
যদি সেটা হয় মোবাইল, ল্যাপটপ- তাহলেতো কথাই নেই।
সুন্দর, পছন্দের আর  সাশ্রয়ী জিনিস কিনতে আমরা অনেক সময় হুমড়ি খেয়ে পড়ি। 
যদিও তা পুরাতন হয় । 
“একটু পুরাতন, কয়দিন আগে কিনেছি; নেহায়েত টাকার দরকার তাই এতো অল্প দামে বিক্রি করছি; তাছাড়া, আপনি আমার এতো পরিচিত, এতোদিন ধরে আপনার সাথে সুস্পর্ক আপনার থেকেতো আর দাম চাইতে পারি না ”  
এই ধরণের চটকদার কথা আমরা প্রায়ই শুনে থাকি, যখন কম মূল্যে খুব দামি কিছু পেতে চাই। 
ল্যাপটপ, পুরাতন অংলকার, দামী মোবাইল, কিছু দিন আগের কেনা চকচকে বাইক, বাই সাইকেল ইত্যাদির প্রতি আকর্ষণ আমাদের স্বভাবজাত। 
সস্তায় বা অল্প মূল্যে কিনতে গিয়ে আমরা প্রায়ই মারাত্বক সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। জড়িয়ে পড়ি অজানা ভবিষ্যতের মায়াজালে। 
কিন্তু আমরা কি কখনো ভেবেছি এর পিছনে কি ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। 
আমরা কখনো ভাবি না  যে ব্যক্তি দামী কোন পণ্য আমার কাছে অল্প দামে বিক্রি করছে সে কেন করছে। 
আসলে আমাদের মনে ভাবনা আসেনা। কারণ এই ধরণের বিক্রেতারা প্রায়ই আমাদের খুব পরিচিত হয়ে থাকে। 
তাই সন্দেহ আমাদের মনে রেখাপাত করে না। 
আমাদের ঘুম ভাঙ্গে তখন যখন কোন মামলা মোকদ্দমার কারণে উক্ত পণ্যের সূত্র ধরে দায়িত্বশীল মহল আমাদেরকে ধাক্কা দেয়। 
তখন বুঝতে পারি কম মূল্যে যে ল্যাপটপটি বা মোবাইলটি আমি কিনেছি তা আসলে ছিনতাই বা চুরি যাওয়া কোন ল্যাপটপ বা মোবাইল।
 
কত সহজ-সরল, অবুঝ, সাদাসিদা মানুষ এই অতিরিক্ত আকর্ষণের কারণে প্রতিদিন আদালতে হাজিরা দিচ্ছে তার হিসাব কে রাখে। 
একটু সচেতনতা আমাদেরকে সব ধরণের সমস্যা হতে মুক্ত রাখবে। 
তাই সকলের প্রতি অনুরোধ “ কম দামে পুরাতন কোন পণ্য যেন না কিনি ” । 
 ১৪ টি
    	১৪ টি    	 +১/-০
    	+১/-০  ২৯ শে মার্চ, ২০১৮  দুপুর ২:৪৬
২৯ শে মার্চ, ২০১৮  দুপুর ২:৪৬
মোঃ খুরশীদ আলম বলেছেন: ভাইয়া খেয়াল করলে দেখবেন যে, আমাদের সমাজে বেশীর ভাগ মানুষই সহজ-সরল, বোকা টাইপের। ধান্দাবাজ লোক কিন্তু সমাজে বেশী না। সহজ সরল আর বোকা লোকেরা ধান্দাবাজদের খপ্পরে পড়ে যায়। বেশীর ভাগ স্টুডেন্টরাই এসব সমস্যায় পড়ে। আমি আদালত পাড়ায় কর্ম করি বলে এ বিষয়ে জানি। কিন্তু বেশীর ভাগ লোকেই আইনী ঝামেলার “ ঝ” ও বুঝে না। তাই যার দ্বারা যেভাবেই সম্ভব সবাইকে সচেতন করা দায়িত্ব মনে করি। 
ধন্যবাদ আমার লেখাটুকু পড়ার জন্য।
২|  ২৯ শে মার্চ, ২০১৮  দুপুর ২:৪৭
২৯ শে মার্চ, ২০১৮  দুপুর ২:৪৭
আবু তালেব শেখ বলেছেন: উপকারি পোস্ট। সম্রাট ভাইয়ের মত আমিও মোবাইল কেসে পাড়াতো ভাইকে জেল খাটতে দেখেছি।
  ২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:৩৭
২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:৩৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: আল্লাহ হেফাজত করুন। আমিন 
ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।
৩|  ২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:৩৭
২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:৩৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: nice post
thanks
  ২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০১
২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০১
মোঃ খুরশীদ আলম বলেছেন: থ্যাংকস আপনাকেও ।
৪|  ২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:৪৩
২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৩:৪৩
ক্স বলেছেন: কেনার কথা বাদ। আমার একটা পুরনো ল্যাপটপ (ডুয়াল কোর) আছে। আমি একটা নতুন ল্যাপটপ (এ্যাথলন) কিনতে চাই। এখন পুরনোটা কি করব?
  ২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০০
২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:০০
মোঃ খুরশীদ আলম বলেছেন: আবশ্যই পুরনোটা বিক্রি করবেন। 
তবে দায়িত্বটা তার বেশী যে ক্রয় করবেন। 
আপনার পুরনো ক্যাশ ম্যামোটা আছে কিনা, বিক্রয় রসিদ দিচ্ছেন কিনা সেটা দেখে কিনলেই ক্রেতা নিরাপদ। 
আশা করি আপনি চোরাই পন্য বিক্রয়ের সাথে জড়িত নাই। 
হা হা হা । ধন্যবাদ।
৫|  ২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৩৯
২৯ শে মার্চ, ২০১৮  বিকাল ৪:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
প্রথমেই বলেছেন  কমদামে ভালো জিনিষ কেনার ক্রেতার অভাব নাই
তাই লোভাতুর হতেই পারে যে কেউ। তবে যাচাই বাছাই করে কেনা আবশ্যক।
সাবধানের মার নাই।
  ৩১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৮
৩১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৮
মোঃ খুরশীদ আলম বলেছেন: “ সাবধানের মার নাই । ”
৬|  ৩০ শে মার্চ, ২০১৮  রাত ১২:২৬
৩০ শে মার্চ, ২০১৮  রাত ১২:২৬
সুমন কর বলেছেন: দেখে-শুনে সিদ্ধান্ত নিতে হবে, এখন পর্যন্ত পুরনো জিনিস ক্রয় করা হয়নি !!
  ৩১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৯
৩১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: খুব সতর্কতা ও সচেতনাই পারে অনাকাঙ্খিত সমস্যা হতে দূরে রাখতে।
৭|  ৩০ শে মার্চ, ২০১৮  রাত ১২:৩৭
৩০ শে মার্চ, ২০১৮  রাত ১২:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মোবাইল বা কম্পিউটার/ ল্যাপটপ পুরোনোতে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশী থাকে। কারণ, ইলেক্ট্রনিক্স জিনিসের কোন ভরসা নাই। তবে বন্ধু/পরিচিতদের কাছ থেকে বুঝে শুনে নিলে মন্দ হয় না অনেক সময়...
  ৩১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৯
৩১ শে মার্চ, ২০১৮  দুপুর ১২:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটিই আসল ।
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০১৮  দুপুর ২:২৯
২৯ শে মার্চ, ২০১৮  দুপুর ২:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমরা অনেকেই ভুল করে নিজের উপর মারাত্মক বিপদ ডেকে আনি। পুরনো মোবাইল কিনে মামলায় ফেঁসে গিয়ে জেলের ঘানি টানার ইতিহাস আমার নিজের এলাকার।