নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

নেক আমল কবুলিয়্যাতের পূর্বশর্ত ব্লগারকেও জানতে হবে (চূড়ান্ত খন্ড)

২৮ শে জুন, ২০২০ সকাল ১১:২৬

নেক আমল কবুলিয়্যাতের পূর্বশর্ত ব্লগারকেও জানতে হবে



এমন আচরণ কারো কাছ থেকে প্রকাশ পেলে সাথে সাথে তাওবা করা বাঞ্চনীয়। আল্লাহ মাফ করুন তওবা করার তাওফিক না হলে বেইমান হয়ে মরার ব্যাপারে কোন সন্দেহ নাই।

কেন প্রকাশ পায় ইসলাম বিদ্বেষী কথাবার্তা মুসলমানের সন্তানের কাজেকর্মে ? :

আধুনিকতার দোহাই দিয়ে আজকাল বিনোদন নামক ঈমান বিধ্বংসি কর্মকান্ড মুসলমানের ঘরে ঘরে। অতি সম্প্রতী দ্রুততার সাথে এই ফেতনা ছড়িয়ে পড়েছে সর্বগ্রাসী রুপ নিয়ে। এক সময় ছিল কোন মুসলমান এক মাসে এক খতম কুরআন তেলাওয়াত করলে অপরজন চেষ্টা করে দেখতো পনের দিনে খতম করতে পারে কিনা, কেউ একজন দশ টাকা দান করলে অপরজন চেষ্টা করতো তার চেয়ে বেশি দিতে পারে কিনা। অর্থাৎ মুসলমানেরা নেক কাজে প্রতিযোগিতায় লিপ্ত হতো। কিন্তু এখন মুসলমানের মধ্যেই এই চেতনার পরিবর্তন ঘটে গেছে বিজাতীয় অনুকরণে। কেউ নরমাল মোবাইল সেট কিনলে অপরজন এন্ডুয়েট কিনে, থ্রিজি গিয়ে এখন ফোর জি ব্যবহার হচ্ছে। টিএন্ডটি টেলিফোন সেট যেখানে এক পরিবারের সকল চাহিদা মিটিয়ে দিতো সেখানে পরিবারের সকল সদস্যদের কাছে হাতে হাতে মোবাইল সেট-একটি নয় একাধিক। মোমোরি কার্ড, পেনড্রাইভে ঈমান বিধ্বংসী নগ্নতা উঠতি বয়সের ছেলে মেয়েদের হাতে হাতে। মুসলমানের ঘরে পূজা না হলেও আজকাল টিভি সিরিয়ালে আসক্ত নারীপুরুষ মনের অজান্তেই ঢাক-ঢোলের আওয়াজ তার ঘরে ঘরে শুনছে। কোন অপরাধই যেন অপরাধ নয়। এর ফলে দুর্বল ঈমানের মুসলমান এই সমস্ত অনুকরণে অভ্যস্ত হয়ে এমন আচরণ করে যেটা শরিয়তে নিষিদ্ধ হলেও তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে।

কারণ :

এক. বিজাতীয় অনুকরণ ও অনুসরণ;
দুই. সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লিলতার ছড়াছড়ি;
তিন. ইসলামী সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা ও তার চর্চা না থাকা;
চার. মুসলমান সংস্কৃতিমনা লোকদের দ্বারা শালিন ও রুচিকর বিনোদন তৈরী না করা;
পাঁচ. শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসার না থাকা।

ব্লগারদের কি করনীয়:

ব্লগাররা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও জাতির যে কোন ক্লান্তি লগ্নে তারা এগিয়ে আসে। সীমাবদ্ধতা থাকায় যদিও রাজপথে কাজ করা সকলের সম্ভব হয়না তথাপিও তাদের মনিটর ও কীবোর্ডে তারা প্রতিবাদ জানায়। মনের আকুতি-মিনতি, করণীয় সম্পর্কে সম্যক তুলে ধরে তাদের ব্লগে। মতামত যাচাই ও মতামত প্রদানে ব্লগাররা সামনের সারিতে থেকেই কাজ করে। তাই সমাজের গুরুত্বপূর্ণ অংশ, ব্লগারদেরও জানতে হবে তাদের সীমাবদ্ধতা কতটুকু। মতামত প্রকাশ করতে গিয়ে যেন কারো বিশ্বাসে আঘাত না আসে সেটা নিশ্চিত করতে হবে সবার আগে। যে যার বিশ্বাস নিয়ে থাকুক-সমস্যা নয়-সমাধান, ঝগড়া নয়-আলোচনা এই বিশ্বাসের ভিত্তিতে কথা বলতে হবে। খোঁচা দিয়ে বা কটুক্তি করে নয় বরং সুন্দর ভাষা ব্যবহার করে। যারা মুসলমান, ঈমানদার তাদের কথাবার্তা হতে হবে আক্বীদা-বিশ্বাসের অনকূলে। কেননা আমল কবুলিয়্যাতের পূর্বশর্ত হলো আক্বীদা সহিহ-শুদ্ধ থাকা।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

পোস্ট ভালো লেগেছে

২৮ শে জুন, ২০২০ দুপুর ১২:০২

মোঃ খুরশীদ আলম বলেছেন: মন্তব্যের সূচনা লগ্নে আপনাকে মোবারকবাদ। দোয়া করবেন যেন আমল করতে পারি, ভাল থাকুন, সুস্থতা কামনা করছি।

২| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: কোরআ্ন, হাদীস, ধর্ম, সুন্নত, আমল ইত্যাদি সম্পর্কে মানূষ কম বেশি জানে। কিন্তু এসব কেউই মেনে চলছে না।

২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: অন্যকে নিয়ে চিন্তা করা ভাল কিন্তু নিজের চিন্তা আগে করতে হবে। আলটিমেটলি আমার হিসাবটা তো আমাকেই দিতে হবে। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যকে নিয়ে ভাবার পাশাপাশি নিজের অবস্থানটাও পাকাপোক্ত করার কাজে লেগে থাকে। ধন্যবাদ।

৩| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৩৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মুসলমানের ঘরে পূজা না হলেও আজকাল টিভি সিরিয়ালে আসক্ত নারীপুরুষ মনের অজান্তেই ঢাক-ঢোলের আওয়াজ তার ঘরে ঘরে শুনছে। কোন অপরাধই যেন অপরাধ নয়। এর ফলে দুর্বল ঈমানের মুসলমান এই সমস্ত অনুকরণে অভ্যস্ত হয়ে এমন আচরণ করে যেটা শরিয়তে নিষিদ্ধ হলেও তার কাছে স্বাভাবিক মনে হচ্ছে।---মনে লাগলো!

---সুন্দর মতামত ও উপস্থাপনার জন্য ধন্যবাদ।

২৮ শে জুন, ২০২০ দুপুর ২:২১

মোঃ খুরশীদ আলম বলেছেন: মোবারকবাদ জানবেন আর দোয়া করবেন যেন আমল করতে পারি। আমার লেখালেখি থেকে যদি একজনও আমলের রাস্তায় উঠে আসে সেটিই নাযাতের উছিলা হতে পারে। ইনশাআল্লাহ।

৪| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:০০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।

২৯ শে জুন, ২০২০ সকাল ১১:৫০

মোঃ খুরশীদ আলম বলেছেন: মন্তব্যের জন্য অনুপ্রাণিত হলাম, সুস্থ থাকবেন।

৫| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:১৮

ইসিয়াক বলেছেন:

ভালো লাগলো ভাইয়া।
অনেক ধন্যবাদ।

২৯ শে জুন, ২০২০ সকাল ১১:৫০

মোঃ খুরশীদ আলম বলেছেন: আল্লাহ আমাদের সকলকে নেক কাজের জন্য কবুর করুন।

৬| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: দশজন যেদিকে আমিও সেদিকে।

২৯ শে জুন, ২০২০ সকাল ১১:৪৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: যে যার সাথে আন্তরিকতা পোষণ করে তার হাশর তার সাথেই হবে।

৭| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১২

সুপারডুপার বলেছেন:



অটো রিফ্রেশার ব্যবহার করে বেশি পঠিত দেখানোও কি নেক আমল কবুলিয়্যাতের পূর্বশর্ত?
যদি হয় , তাহলে এটা কিভাবে করতে হয় সেটাও ব্লগারকে জানতে হবে।

২৯ শে জুন, ২০২০ সকাল ১১:৪৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: অটো রিফ্রেশার ব্যবহার করে বেশি পঠিত দেখানোও কি নেক আমল কবুলিয়্যাতের পূর্বশর্ত?
যদি হয় , তাহলে এটা কিভাবে করতে হয় সেটাও ব্লগারকে জানতে হবে- এ ব্যাপারে আমি কিছু্‌ই জানি না, শুধু টাইপ করা ব্যতিত।
আমারও জানা দরকার গলদ কোথায়, দয়া করে আমার ভুলটা ধরিয়ে দিন- আমার শুধরাতে কোন আপত্তি নাই।

৮| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগার যদি আস্তিক হয় তা হলে জানবে, মানবে
আর যদি নাস্তিক হয় তা হলে তার কাছে এটা
উলোবনে মুক্তা ছিটানোর মতো ব্যপার।

২৯ শে জুন, ২০২০ সকাল ১১:৪৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: ব্লগার যদি আস্তিক হয় তা হলে জানবে, মানবে
আর যদি নাস্তিক হয় তা হলে তার কাছে এটা
উলোবনে মুক্তা ছিটানোর মতো ব্যপার।- সেজন্যইতো আক্বিদাকে আগে শুদ্ধ করতে বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.