নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

মোঃ খুরশীদ আলম

মোঃ খুরশীদ আলম, চট্টগ্রাম

মোঃ খুরশীদ আলম › বিস্তারিত পোস্টঃ

ইসলামে দু’য়ার গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত

০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০২

ইসলামে দু’য়ার গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত
(আল্লাহুম্মা সল্লেআলা সাইয়্যেদিনা মুহাম্মাদ। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি অসাল্লাম)

মহান আল্লাহ পাকের নিকট সবচেয়ে পছন্দের কাজ হলো তার নিকট প্রার্থনা করা। বান্দা যখন মহান আল্লাহর দরবারে কায়মোন বাক্যে দু’আ করেন তখন মহান আল্লাহ খুশী হন। তিনি বলেন, “আল্লাহ তায়ালাকে সবিনয়ে এবং গুপ্তভাবে ডাক। তিনি সীমা লঙ্ঘনকারীদের ভালবাসেন না। ” বান্দার ডাকে মহান আল্লাহ সাড়া দেন। তিনি বলেন, “আমাকে ডাক আমি উত্তর দেব।” রাসুল স. মহান আল্লাহর দরবারে দোয়া করার গুরুত্ব দিয়ে বলেন, “আল্লাহর নিকট মুনাজাত ব্যতীত অধিক সম্মানীত বস্তু আর নেই।” হযরত আবু যর (রা.) বলেন, “খাদ্যের সাথে লবণের যতটুকু দরকার, নেকীর সহিত দু’য়াও ততটুকু যথেষ্ট।” তিনি আরো বলেন, “আল্লাহ তায়ালার অনুগ্রহ প্রার্থনা কর। কেননা, আল্লাহ তায়ালা প্রার্থনা করাকে ভালবাসেন।”



দু’য়ার ফজিলত : দু’য়ার ফজিলত সম্পর্কে তিরমিযি শরীফের হাদিস, “আবু হুরায়রা রা. হতে বর্ণিত- নবি স. বলেছেন- “আল্লাহ তায়ালার নিকট দু’য়ার চেয়ে কোন জিনিস বেশী সম্মানিত নয়।”

দু’য়ার নিময় : শরিয়ত সমর্থিত নয় এমন বিষয়ে দু’য়া না করা আর শরিয়ত সমর্থিত বিষয়ে দু’য়া করাই হলো দু’য়ার প্রাথমিক নিয়ম। ম্যাজিস্ট্রেটের কাছে তহশিলদারের চাকুরীর জন্য দরখাস্ত করা আর ডাকাতির অনুমতি চেয়ে দরখাস্ত করা এক কি করে হতে পারে? অথচ এই সাধারণ বিষয়টুকু আমাদের জ্ঞানে বুঝে আসলেও শরিয়তের বিভিন্ন সাধারণ বিষয় বুঝানোর জন্য বিজ্ঞজনদের মাথা পিটাতে হয়। বুজুর্গের কবরে গিয়ে তার কাছে সন্তান কামনা করা, নাযায়েজ চাকুরীর জন্য দু’য়া প্রার্থনা করা, নাযায়েজ ব্যবসা প্রতিষ্ঠান উদ্ভোধনের জন্য কোরান খতমের ব্যবস্থা করা আজকাল সামান্য ব্যাপারে পরিণত হয়েছে। দ্বিনী জ্ঞানের অভাব আর উদাসিনতা আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আমাদের কাজের দ্বারা এই ধারণা প্রকাশ পায় যে, যারা তাসবিহ-তাহলিল পাঠ করেন তারা খোদার আত্নীয়। তারা দু’য়া করলে সব হাসিল হয়ে যাবে-কি বৈধ কি অবৈধ !

দু’য়ার পদ্ধতি মহান আল্লাহ শিখিয়ে দিলেন : পবিত্র কুরানের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা ফাতেহার প্রথমাংশে তার প্রশংসা শিক্ষা দিয়ে পরের ও চূড়ান্ত অংশে তার নিকট কিভাবে, কি প্রার্থনা করতে হবে তার শিক্ষা দিলেন। ‘ছিরাতুল মুস্তাকিম’ এর পথ অর্থাৎ সহজ-সরল পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করার কথা বলা হয়েছে। ‘ছিরাতুল মুস্তাকিম’ বলতে তাফসিরকারকগণ ইসলাম এবং কুরআনকে বুঝিয়েছেন। অর্থাৎ প্রার্থনাকারী প্রার্থনা করছে কোরানের পথ ও ইসলামের পথ সন্ধানে কেননা ইসলাম এবং কোরানেই রয়েছে দুনিয়ার পূর্ণাঙ্গ কল্যান ও আখেরাতের স্থায়ী মুক্তি। (চলবে)


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

২| ০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: মানুষের কাছে বেশী চাইলে মানুষ বিরক্ত হয়। কিন্তু আল্লাহর কাছে যত বেশী চাওয়া যায় আল্লাহ্‌ তত বেশী খুশি হন। আল্লাহর কাছে না চাইলেই বরং আল্লাহ্‌ নারাজ হন। দোয়া নিজের মাতৃভাষাতে নিজের মতো করে করা যায়। নামাজের সময় সিজদাতে গিয়ে দোয়া খুব কার্যকরী, কারণ সিজদার সময় আল্লাহ্‌ বান্দার সবচেয়ে আছে থাকেন। নামাজে দরূদ পাঠের পর দোয়া করা যায়। আমরা যে দোয়া মাসুরা পড়ি সেটা আসলে একটা দোয়া। দোয়া করলে আল্লাহ্‌ কিছু দোয়া সাথে সাথে বাস্তবায়ন করেন, কিছু দোয়ার বাস্তবায়ন দেরিতে করেন, আর কিছু দোয়ার বদলে বান্দার উপযোগী ও বান্দার জন্য কল্যাণকর অন্য কিছু দান করেন। দোয়া করাটাই একটা বিরাট এবাদত। দোয়ার জন্য আন্তরিকতা ও ধৈর্য প্রয়োজন। দোয়ার আগে ও পরে কয়েকবার দরূদ পড়া উত্তম। দোয়া আর জিকির (আল্লাহকে স্মরণ) আল্লাহকে স্মরণ ও আনুগত্য করার সবচেয়ে সহজ উপায়। কিছু নিষিদ্ধ সময় ছাড়া যেকোনো সময় ও অবস্থায় দোয়া করা যায়। সুরা ফাতেহা একটা সুন্দর দোয়া। 'রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার' অর্থ : হে আমার প্রভু! আমাকে দুনিয়াতে কল্যাণ দান কর, আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। -সূরা বাকারা : ২০১। পবিত্র কোরআনে বর্ণিত এ দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হজরত রাসূলুল্লাহ (সা.) এ দোয়াটি সবচেয়ে বেশি করতেন।

৩| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: দোয়ায় কাজ হয় না। কাজ হলে সমস্ত বাবা মায়ের সন্তানেরা ডাক্তার ইঞ্জিনিয়ার আর পাইলট হতো।

০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: ধৈর্য ধরে পড়তে থাকুন। কাদের দু’য়ায় কাজ হয় আর কাদের হয় না তা নিয়ে সামনে আসছি সবিস্তারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.