নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আল্লাহর এক বান্দা \nসন্দেহ নিরসেনর জন্য....\n\nm.facebook.com/md.masum.ptk?

কাব্য রসিক

অতি সাধারণ একজন মানুষ

কাব্য রসিক › বিস্তারিত পোস্টঃ

কবিতা- রাত জাগা প্রহরী

০৭ ই জুন, ২০১৭ সকাল ১১:১৫


।কা।ব্য।র।সি।ক।
**********

আমি আজ রাত জাগা প্রহরী
রাতের আঁধারে শুধু
তাহারেই খুঁজে ফিরি,
কে করিল মোরে দান,
ধরণী তরে, দেখিবার মত দৃষ্টি
এ যে তোমারই অপরুপ সৃষ্টি ।

আজ আমি রাত জাগা প্রহরী
রাতের আঁধারে শুধু
তাহারেই খুঁজে ফিরি
কে করিল মোরে দান,
বুঝিবার মত অসীম ক্ষমতা জ্ঞান,
সে তো নিশ্চয়ই মহান,,

আমি শুধু তাহারেই খুঁজে ফিরি।

দিলে তুমি ধরণী তরে
ফুলে-ফলে গাছ ভরা
জলে ভরা মাছ।
পাহাড়গুলো সাঁজিয়াছো
মায়াবতী সাঁজ।

রাতের শেষে সকাল আসে
সৃষ্টিকুল আলোয় ভাসে,,,

দিয়েছে কে শান্ত সকাল
কে দিয়েছে রবি
গড়েছে কে সবুজ শ্যামল
এইসবি।

দিয়েছে কে সু-বিশাল আকাশ
কে দিয়েছে অগণিত তারা
দিয়েছে কে পাহাড়, নদী ঝর্ণাধারা।

তোমায় খুঁজে খুঁজে আমি
হয়েছি পাগল পাড়া
তুমি দাওনা আমায় সাড়া!!
আমি আজ রাত জাগা প্রহরী
শুধু শ্রষ্ট্রার সন্ধানে রাত জেগে ঘুরি........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.