![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদেশে আছি দেশের ভালো কোন সংবাদের আশায়। ফিরে যাওয়ার কোন কারন বা অজুহাত খুজে বেড়াই। কিন্তু যত সংবাদ আসে তাতে আর কোনদিন ফেরা হবেনা বলে দিনে দিনে বিশ্বাস গাঢ় হতে থাকে। আত্মীয় স্বজনদেরকে কি করে দেশের অনিশ্চিত ভবিষ্যতের আশায় না ফেলে রেখে বিদেশে পার করা যায় সেই চেষ্টা করি অবশেষে। জানি এমনি করে একটি দেশের উন্নয়ন আরো পিছিয়ে যায় যখন মেধা পাচার হয়।
আমিও লিখতে চাই কিন্তু পাঠক পাওয়া যাবেনা তাই লিখিনা। কারণ গুছিয়ে সুন্দর করে লিখবার যোগ্যতা যে আমার নেই তা ভাল করেই জানি। কিন্তু আমার বক্তব্য্যটুকু পাঠকদের বোধগম্য হলেইতো হলো। হতে পারে লেখার মধ্যে অসংখ্য বানান ভুল, ব্যকারণের ভুল আর শব্দ সাজানোর কাঁচা হাত।
আমি বুঝতে পারিনা আমাদের দেশের বেশীরভাগ মানুষ কেন এখনও আওয়ামীলীগ ও বিএনপি কে সমর্থন দিয়ে যাচ্ছে!!!
গত ২০ বছরেরও বেশী সময় ধরে আমরা কি তাদের দেশ পরিচালনার সততা, আন্তরিকতা, পদ্ধতি, নীতি সর্বপরি যোগ্যতা টের পাইনি? ২০ বছর অনেক বেশী সময় তারা নিয়েছে প্রমান দিতে পারেনি। প্রমান বলতে আমি বুঝি দেশের উন্নয়ন। উন্নয়ন বলতে ঢাকার ফ্লাইওভার আর হাতিরঝিল নয়। দেশের উন্নয়ন বলতে সাধারণ মানুষের আয় বৃদ্ধি, বেকারত্বের হার কমানো, সর্বক্ষেত্রে দূর্নীতি কমানো, বিদ্যুতখাতের উন্নয়ন সর্বপরি পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে তাদের সাথে তুলনা করে যেন বলা যায় যে উন্নয়ন হয়েছে। বর্তমানের যে উন্নয়নের অবস্থা তাতে আমাদের দেশের সকল উন্নয়ন আমাদের সাথে তুলনীয় অনেক দেশের উন্নয়নের সাথে তুলনা করলে ফিকে হয়ে যায়।
প্রিয় দেশবাসী, আমিও "মার্চ ফর ডেমোক্রেসি"-র জন্য প্রস্তুত। প্রয়োজনে জীবন যাবে এমন আন্দোলনে যুক্ত হতেও আমার আপত্তি নেই। কিন্তু সেই নেতা কই? আপনি কেন খালেদা জিয়ার ডাকে "মার্চ ফর ডেমোক্রেসি" করবেন? এই দুই নেত্রীকে তাদের স্বাথর্ উদ্ধারের হাতিয়ার হিসাবে ব্যবহার হয়ে লাভ কি? আপনার ছেলে-মেয়েরা বড় হয়ে আপনাকে নিশ্চিত বোকা বলেই জানবে।
এই দুই নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি। আমরাই পাপী। আল্লাহ তাই আমাদের শাস্তি দেওয়ার জন্যই বারবার তাদেরকে ক্ষমতায় বসাচ্ছেন। আশা করেছিলাম পরবর্তী প্রজন্মের রাজনীতি সঠিক নীতিতে চলবে। কিন্তু না, তারেক জিয়া, জয়, মাহি এমনকি আন্দিলব পার্থ কাউকে দেখলাম না সেই কাতারে। সবাই ঘুরপাক খাচ্ছেন একই ঘূর্নিপাকে।
আওয়ামীলীগ ও বিএনপি একই দোষে দোষী। কিছু পার্থক্য যেটা থাকার সেটাতো থাকবেই স্বাভাবিক কারণে। মিলটি হচ্ছে, তাদের উভয় দলেরই দেশ প্রেম নেই এবং দূর্নীতি করে কোটি টাকার মালিক হওয়ার জন্যই রাজনীতি করা। যদি কেউ যৌক্তিক প্রমান চান দুই দলের দোষ ক্রটি সম্পর্কে তাহলে চলে যান বিএনপির কাছে শুনতে আওয়ামীলীদের দোষ-ত্রুটি আর দূর্নীতির লিস্ট পেয়ে যাবেন। আপনি যদি বিশ্বাস করেন যে বিএনপির বক্তব্য বা প্রদেয় তালিকা ৫০ ভাগ বা ১০০ ভাগই সত্য তাহলেই যথেষ্ট। এবার চলে যান আওয়ামীলীগের কাছে একইভাবে তাদের কাছে পাবেন বিএনপি-র দোষ-ত্রুটি আর দূর্নীতির তালিকা। মজার ব্যাপার হলো উভয় দলেরই দোষ-ত্রুটি আর দূর্নীতির ধরনগুলো প্রায় একই। কিন্তু তারা কখনই নিজেদের অন্যায় স্বীকার করেনা।
আরো লক্ষ্য করবেন কর্মী ও সমর্থকদের মধ্যে, বিএনপির কর্মী সমর্থকরা বিএনপির কোন দোষ-ত্রুটি যেন চোখেই দেখেন না। আবার আওয়ামীলীগের কর্মী-সমর্থকদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
তাই আমার একান্ত চাওয়া, আমাদের সাধারণ জনগণ কবে এইসব অনুধাবন করবে আর অন্ধ সমর্থন তুলে নিয়ে শুধু যোগ্যতার ভিত্তিতে পছন্দ করবে তাদের নেতাকে। এজন্য চাই নতুন নেতৃত্ব।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৫
শামীম মুসতফা বলেছেন: ভালই বলেছেন , ধন্যবাদ .....।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১
মনিরুজ্জামান স্বপন বলেছেন: যদি কেউ যৌক্তিক প্রমান চান দুই দলের দোষ ক্রটি সম্পর্কে তাহলে চলে যান বিএনপির কাছে শুনতে আওয়ামীলীদের দোষ-ত্রুটি আর দূর্নীতির লিস্ট পেয়ে যাবেন। আপনি যদি বিশ্বাস করেন যে বিএনপির বক্তব্য বা প্রদেয় তালিকা ৫০ ভাগ বা ১০০ ভাগই সত্য তাহলেই যথেষ্ট। এবার চলে যান আওয়ামীলীগের কাছে একইভাবে তাদের কাছে পাবেন বিএনপি-র দোষ-ত্রুটি আর দূর্নীতির তালিকা। মজার ব্যাপার হলো উভয় দলেরই দোষ-ত্রুটি আর দূর্নীতির ধরনগুলো প্রায় একই। কিন্তু তারা কখনই নিজেদের অন্যায় স্বীকার করেনা।
ধন্যবাদ ভাল লেখার জন্য।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
রক্ত পলাশী বলেছেন: ২০ বছর অনেক বেশী সময় তারা নিয়েছে প্রমান দিতে পারেনি
-আর পারবে বলে মনে হয়না,
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭
মোঃ ইয়াহিয়া বারী বলেছেন: "" চোপ কর। কিসের জন্য এতো কথা বল? চোপ থাক। বেয়াদব কোথাকার।"" :!> :!>
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
মহিদুল বেস্ট বলেছেন: নতুনটা এমনি এমনি আকাশ ফাঁড়ি দিয়ে এই বাংলার পাতালে পড়ার সম্ভাবনা সামনের ২যুগেও নাই
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৪
উড়োজাহাজ বলেছেন: আমরাই পাপী। আল্লাহ তাই আমাদের শাস্তি দেওয়ার জন্যই বারবার তাদেরকে ক্ষমতায় বসাচ্ছেন। আশা করেছিলাম পরবর্তী প্রজন্মের রাজনীতি সঠিক নীতিতে চলবে। কিন্তু না, তারেক জিয়া, জয়, মাহি এমনকি আন্দিলব পার্থ কাউকে দেখলাম না সেই কাতারে। সবাই ঘুরপাক খাচ্ছেন একই ঘূর্নিপাকে।