নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা নীতির পেছনে, নেতার পেছনে নই।

মিটুল

মিটুল

বিদেশে আছি দেশের ভালো কোন সংবাদের আশায়। ফিরে যাওয়ার কোন কারন বা অজুহাত খুজে বেড়াই। কিন্তু যত সংবাদ আসে তাতে আর কোনদিন ফেরা হবেনা বলে দিনে দিনে বিশ্বাস গাঢ় হতে থাকে। আত্মীয় স্বজনদেরকে কি করে দেশের অনিশ্চিত ভবিষ্যতের আশায় না ফেলে রেখে বিদেশে পার করা যায় সেই চেষ্টা করি অবশেষে। জানি এমনি করে একটি দেশের উন্নয়ন আরো পিছিয়ে যায় যখন মেধা পাচার হয়।

মিটুল › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগের ছেলেরাই ভোট কেন্দ্রে আগুন দিয়েছে!!!!!!!!!!!!!!!

০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

অবরোধে গাড়ীতে আগুন লাগানোর ঘটনায় বিরোধী দল জনগনকে বুঝিয়েছে আওয়ামীলীগ নিজেরায় গাড়ীতে আগুন দিয়েছে। এর অন্তুর্নিহিত কারন নিয়ে আলোচনা করার কোন প্রয়োজন এখানে দেখছি না।

বিরোধীদল সব সময়-ই দাবী করে যে, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। তাই আমার প্রশ্ন বিরোধী দলের কাছে, কোনো যুক্তিতে হলেও কি আপনারা দাবী করতে পারবেন ভোট কেন্দ্রগুলোতে আগুন দিয়েছে আওয়ামীলীগের লোকজন? যদি না পারেন তাহলে প্রশ্ন, ভোট কেন্দ্রে আগুন দিয়েছে কারা? নিশ্চয় আপনারা। কেন দিয়েছেন আগুন? কেন বাধা সৃষ্টি করতে চেয়েছেন যারা এই প্রতিকুল পরিবেশ উপেক্ষা করেও আওয়ামীলীগকে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে চেয়েছে? ওরাতো মাত্র ১০% ভোটার, তাইনা!! কিসের ভয়ে? বলুন? আপনারাতো বিশ্বাস করেন ৯০% জনগণ আপনাদের পক্ষে। তাহলে শান্তিপূর্ণভাবে দিনটি পার করেই দেখতেন। কারচুপির ভয়? এতোশত সাংবাদিক ও তাদের কা্যামেরা সবাইতো আপনাদের পক্ষেই (টিভি দেখে যা বোঝা যায়)। সুতরাং পুকুর চুরি করে ধরা না পড়ার তো কোন কারণ দেখিনা।



আমি দু:খিত শিরোনামটির জন্য। আমার লেখার পাঠক বাড়ানোর কৌশল হিসাবে এই শিরোনাম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

পাঠক১৯৭১ বলেছেন: " বিরোধীদল সব সময়-ই দাবী করে যে, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। "

'৭১ সালের 'শান্তি বাহিনী' ও 'শান্তিপুর্ণ রাজাকারদের' বংশদর এই ফাকড-আপ বিরোধীদল।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪০

মুহসিন বলেছেন: দেশে একমাত্র শান্তি আসতে পারে কোন বিরোধী দল না থাকলে। না হলে যে দলই ক্ষমতায় যাবে, তত্ত্বাবধায়ক বাতিল করবে, আর বিরোধী দল জ্বালাও পোড়াও করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.